আরচ্যারি ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৯:২৪ আপডেট: : ১৫ জানুয়ারি ২০২৫, ২৩:১২
নীলফামারীতে আরচ্যারি ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু। ছবি: বাসস

ঢাকা, ১৫ জানুয়ারি ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসবকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এ প্রতিপাদ্যে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের ব্যবস্থাপনায় ধারাবাহিকভাবে ঢাকাসহ দেশের ৭টি ভেন্যুতে আরচ্যারি র‌্যালি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, শীতের পিঠাপুলি, দিনব্যাপি প্রদর্শনী, উন্মুক্ত আরচ্যারি প্রতিযোগিতা এবং দেশীয় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন।

তারই ধারাবাহিকতায় প্রথম ভেন্যু হিসেবে নীলফামারী জেলায় আজ সকাল ১০.৩০ মিনিটে র‌্যালি অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য এই র‌্যালি জেলা প্রশাসক চত্বর থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমি হয়ে বড় মাঠে (হাইস্কুল মাঠ) গিয়ে শেষ হয়।

তারুণ্যের উৎসবের আরচ্যারির এই কার্যক্রমের প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ নায়িরুজ্জামান।

উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়া’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম, নীলফামারী জেলার জজ কোর্টের জেপি আবু মোহাম্মদ সোয়েম, বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং প্রশিক্ষণ ও আরচ্যারি উন্নয়ন সাব-কমিটির আহ্বায়ক মো. ফারুক ঢালী। এছাড়া বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহবুব মোরশেদুল আলম লেবুসহ স্থানীয় আমন্ত্রিত অতিথিরা ও জেলার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।

উদ্বোধন শেষে বড় মাঠে পিঠা উৎসব, লোক সংগীত ও লোক নৃত্য পরিবেশন করা হয়। এরপর একই মাঠে শুরু হয় দিনব্যাপী উন্মুক্ত আরচ্যারি প্রতিযোগিতা। বিগিনার আরচ্যারি প্রতিযোগিতায় নীলফামারী সদর, সৈয়দপুর, ডিমলা, ডোমার, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলাসহ মোট ৬টি উপজেলার ১২ জন পুরুষ ও ১২ জন মহিলাসহ মোট ২৪ জন আরচ্যার অংশগ্রহণ করেন।

নীলফামারী জেলা প্রশাসন, নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা এবং নীলফামারী জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় নীলফামারী জেলায় তারুণ্যের উৎসব-২০২৫ এর আরচ্যারি কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১০