বিপিএলের চট্টগ্রাম পর্ব কাল শুরু

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৭:৩৬ আপডেট: : ১৫ জানুয়ারি ২০২৫, ১৭:৩৮

চট্টগ্রাম, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর চট্টগ্রাম পর্ব কাল থেকে নগরীর জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হচ্ছে। প্রতিদিন দু'টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

কাল দিনের প্রথম ম্যাচের ঢাকা ক্যাপিটালস ফরচুন বরিশালের বিরুদ্ধে মাঠে নামবে।

টানা ছয় ম্যাচে পরাজিত হয়ে খাদের কিনারায় চলে যাওয়া ঢাকা শেষ পর্যন্ত সিলেটে দুর্বার রাজশাহীকে ১৪৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে জয়ের মুখ দেখেছে। এই ম্যাচে ঢাকা বিপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে। রাজশাহীর বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে ঢাকা প্রথমে ব্যাটিং থেকে ১ উইকেটে ২৫৪ রানের স্কোর সংগ্রহ করেছিল। কাগজে-কলমে এখনো অবশ্য প্লে-অফে খেলার ক্ষীণ সম্ভাবনা রয়েছে ঢাকার।

ঢাকার হয়ে লিটন দাস ৪৪ বলে সেঞ্চুরি তুলে নেন। বাংলাদেশী কোন ব্যাটারের জন্য বিপিএলে এটাই সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। শেষ পর্যন্ত লিটন ৫২ বলে ১২৫ রানে অপরাজিত ছিলেন।

সতীর্থ আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ৬৪ বলে ১০৮ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন। বিপিএলের ইনিহাসে এই দু’জন উদ্বোধনী জুটিতে ২৪১ রানের সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড গড়েছেন।

এদিকে পাঁচ ম্যাচে তিন জয়সহ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বরিশাল। সাত ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স।

দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম কিংস তাদের দ্বিতীয় স্থান শক্তিশালী করতে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে। চার ম্যাচে এ পর্যন্ত তিনটিতেই জয়ী হয়েছে চট্টগ্রাম। টেবিলের চতুর্থ স্থানে থাকা খুলনা পাঁচ ম্যাচের দু’টিতে জয়ী হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০