গেতাফেকে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকলো রিয়াল

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৪:২০

ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫ (বাসস) : আরদা গুলেরের একমাত্র গোলে বুধবার গেতাফেকে পরাজিত করে লা লিগায় শিরোপা দৌড়ে টিকে থাকলো রিয়াল মাদ্রিদ। এই জয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে রিয়াল চার পয়েন্ট পিছিয়ে রয়েছে।

তুরষ্কের তরুন এই মিডফিল্ডার ২১ মিনিটে মাদ্রিদের হয়ে জয়সূচক গোলটি করেন। এর আগে মঙ্গলবার একই ব্যবধানে মায়োর্কাকে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট অর্জণ করেছিল বার্সেলোনা।

শনিবার সেভিয়াতে দুই চির প্রতিদ্বন্দ্বী মাদ্রিদ ও বার্সা কোপা ডেল রে’র ফাইনালে মুখোমুখি হবে। ইনজুরি কাটিয়ে ক্লাসিকোতে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। দুই ক্লাব ১১ মে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে আবারো একে অপরের মোকাবেলা করবে। যে ম্যাচটি হতে পারে এবারের মৌসুমের লা লিগার শিরোপা নির্ধারনী ম্যাচ। 

গেতাফের বিপক্ষে জয়টা অবশ্য মোটেই উপভোগ করতে পারেনি মাদ্রিদ। ডেভিড আলাবা ও এডুয়ার্ডো কামভিনগা উভয়ই ইনজুরিতে পড়েছেন। 

ম্যাচ শেষে মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি বলেছেন, ‘আগামীকাল তাদের পরিস্থিতি বোঝা যাবে। তবে ধারণা করা হচ্ছে পেশীর ইনজুরিতে পড়েছেন দুজনই। শনিবার বার্সেলোনার বিরুদ্ধে তাদের খেলা কঠিন হয়ে পড়েছে।’

এমবাপ্পের অনুপস্থিতিতে মাদ্রিদ ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনড্রিককে নিয়ে মূল দল সাজিয়েছিল। জুড বেলিংহাম বদলী বেঞ্চে থাকাতে এই প্রথম লিগের কোন ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন এনড্রিক। 

লেফট-ব্যাক ফ্র্যান গার্সিয়া দুইবার গোলের সুযোগ পেয়েছিলেন। তার প্রথম শটটি গেতাফে গোলরক্ষক ডেভিড সোরিয়া রুখে দেন। কিন্তু পরেরটি পোস্টের উপর দিয়ে বাইরে চলে যায়। এরপর সুযোগ হাতছাড়া করেন ব্রাহিম দিয়াজ। কিন্তু গুলের আর কোন ভুল করেননি। ২০ গজ দুর থেকে তার জোড়ালো শট সোরিয়াকে পরাস্ত করলে এগিয়ে যায় মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের এ্যাসিস্টে এনড্রিক ব্যবধান দ্বিগুন করতে পারেননি। তার শটটি লাইনের উপর থেকে গেতাফের ডিফেন্ডার ডিয়ানে ক্লিয়ার করেন। 

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার জন্য গেতাফে মাদ্রিদের উপর চেপে বসে। তারই ধারাবাহিকতায় অনেকটা ফাঁকায় বল পেয়ে মাওরো আরামবারি থিবো কুর্তোয়াকে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন। স্টপেজ টাইমে মাত্র ছয় গজ দুর থেকে পিটার ও জুয়ানমির মিলিত প্রচেষ্টা রুখে দেন কুর্তোয়া। এতে কার্যত রক্ষা পায় মাদ্রিদ। একেবারে শেষ মিনিটে মাদ্রিদ থেকে ধারে গেতাফেতে খেলতে যাওয়া আলভারো রডরিগুয়েজকে রুখে দিয়ে আবারো মাদ্রিদকে রক্ষা করেন কুর্তোয়া। 

দিনের শুরুতে ইনাকি উইলিয়ামসের গোলে এ্যাথলেটিক বিলবাও ১-০ গোলে লাস পালমাসকে পরাজিত করেছে। এর ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বিলবাওয়ের সরাসরি খেলার সম্ভাবনা আরো দৃঢ় হয়েছে। 

এই মুহূর্তে বিলবাও টেবিলের চতুর্থ স্থানে রয়েছে, মৌসুম শেষ হতে আর মাত্র পাঁচ ম্যাচ বাকি রয়েছে। 

এবারের মৌসুমে লা লিগায় শীর্ষ পাঁচটি দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। ষষ্ঠ স্থানে থাকা দলটি খেলবে প্লে—অফে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ
বালু উত্তোলন ও বন দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স : পরিবেশ  উপদেষ্টা
শ্যামনগরে ক্ষতিকারক জেলি পুশকৃত ২৫০ কেজি চিংড়ি মাছ জব্দ
গাজায় ইসরাইলি হামলায় নিহত ২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ৬৪টি জেলায় স্থাপিত হবে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র
ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ডিএমপির ১৮৩৯ মামলা 
অন্তর্বর্তী সরকারকে ‘অকার্যকর’ প্রমাণের এক গভীর চক্রান্ত চলছে: রিজভী
বুদ্ধের পবিত্র দন্তধাতু দর্শনে কান্ডিতে উপচে পড়া ভিড়
দিনাজপুরের ফুলবাড়ীয়ায়  সড়ক দুর্ঘটনায় নিহত-২ 
২৯ এপ্রিলের মধ্যে সব পাকিস্তানিকে ভারত ত্যাগের নির্দেশ নয়াদিল্লির
১০