প্যালেসের সাথে আর্সেনালের ড্র, শিরোপার আরো কাছে লিভারপুল

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৫:০৯

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : ক্রিস্টাল প্যালেসের সাথে বুধবার ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে আর্সেনাল। আর এতে করে প্রিমিয়ার লিগ শিরোপার আরো কাছে পৌঁছে গেছে লিভারপুল। 

আর্সেনালের পরাজয়ের আশায় ছিল আর্নে স্লটের দল। গানার্সদেও পরাজয়ে লিভারপুলের রেকর্ড স্পর্শকারী ২০তম ইংলিশ শিরোপা কালই নিশ্চিত হয়ে যেতো। তবে ২০২০ সালের পর প্রথমবারের মত লিগ শিরোপা জয়ে এখনো কিছুটা সময় তাদের অপেক্ষা করতে হবে। এমিরেটস স্টেডিয়ামে জিন-ফিলিপ মাতেতার শেষভাগের গোলে প্যালেস এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। 

লিভারপুল এই মুহূর্তে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের তুলনায় ১২ পয়েন্ট এগিয়ে রয়েছে। আর্সেনালের হাতে রয়েছে আর মাত্র চার ম্যাচ। রেডসদের হাতে অবশ্য একটি ম্যাচ বেশী রয়েছে। আগামী রোববার এ্যানফিল্ডে টটেনহ্যামের কাছে হার এড়াতে পারলে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সমান ২০তম লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে লিভারপুলের। 

এবারের লিগে শেষ চার ম্যাচে তৃতীয় ড্রয়ের দেখা পেল আর্সেনাল। ঘরের মাঠে সেট পিস থেকে ৩ মিনিটে জ্যাকুব কিউয়ের গোলে এগিয়ে যায় গানার্সরা। মার্টিন ওডেগার্ডের ফ্রি-কিক প্যালেসের পেনাল্টি এরিয়ার মধ্যে পড়লে অনেকটা ফাঁকায় দাঁড়ানো কিউইর শক্তিশালী হেডে গোলরক্ষক ডিন হেন্ডারসনকে পরাস্ত করেন। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর পোলিশ ডিফেন্ডারের এটাই প্রথম গোল। প্যালেসের হয়ে ২৭ মিনিটে এ্যাডাম হোয়ারটনের সহায়তায় সমতা ফেরান এবেরেচি এজে। বিরতির আগে ৪২ মিনিটে জুরিয়েন টিম্বারের পাস থেকে কোনাকুনি শটে লিনড্রো ট্রোসার্ড আর্সেনালকে আবারো এগিয়ে দেন। বদলী বেঞ্চ থেকে উঠে এসে মাতেতা ম্যাচ শেষের সাত মিনিট আগে প্যালেসের হয়ে সমতাসূচক গোলটি করেন। 

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পিএসজির মুখোমুখি হবে আর্সেনাল। মিকেল আর্তেতার দলের সামনে এখন চ্যাম্পিয়ন্স লিগই মূল ফোকাস। ২০০৯ সালের পর প্রথমবারের মত তারা ইউরোপীয়ান এলিট ক্লাব প্রতিযোগিতার শেষ চার নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বালু উত্তোলন ও বন দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স : পরিবেশ  উপদেষ্টা
শ্যামনগরে ক্ষতিকারক জেলি পুশকৃত ২৫০ কেজি চিংড়ি মাছ জব্দ
গাজায় ইসরাইলি হামলায় নিহত ২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ৬৪টি জেলায় স্থাপিত হবে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র
ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ডিএমপির ১৮৩৯ মামলা 
অন্তর্বর্তী সরকারকে ‘অকার্যকর’ প্রমাণের এক গভীর চক্রান্ত চলছে: রিজভী
বুদ্ধের পবিত্র দন্তধাতু দর্শনে কান্ডিতে উপচে পড়া ভিড়
দিনাজপুরের ফুলবাড়ীয়ায়  সড়ক দুর্ঘটনায় নিহত-২ 
২৯ এপ্রিলের মধ্যে সব পাকিস্তানিকে ভারত ত্যাগের নির্দেশ নয়াদিল্লির
বন ব্যবহার করে নির্গমন হ্রাসের বাস্তব চিত্র আড়াল করছে দেশগুলো : গবেষণা রিপোর্ট
১০