এ বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশীপ

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৭:০৩ আপডেট: : ২৪ এপ্রিল ২০২৫, ১৭:০৮


ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : এ বছর জুনে শ্রীলংকায় অনুষ্ঠিত হবার কথা ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাকর ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশীপ। কিন্তু সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আজ আকস্মিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ বছর ১৫তম সাফ চ্যাম্পিয়নশীপ আয়োজিত হচ্ছে না। টুর্নামেন্টটি তারা আগামী বছর আয়োজনের কথা জানিয়েছে। 

ভেন্যু এবং স্পন্সরশীপ জটিলতায় বেশ কিছুদিন ধরেই সাফ চ্যাম্পিয়নশীপ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, সাফ বিশ্বাস করে এই অঞ্চলের ফুটবলের উন্নয়নের জন্য দক্ষিণ এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সে কারনে সাফ চ্যাম্পিয়নশীপকে আরো নিখুঁতভাবে আয়োজনের জন্য যথেষ্ঠ সময় প্রয়োজন বলে মনে করে সাফের সদস্য দেশগুলো এবং স্পোর্টফাইভ (কমার্শিয়াল রাইটস হোল্ডার)। তাই এ বছরের সাফ চ্যাম্পিয়নশীপের আয়োজন স্থগিত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে টুর্নামেন্টটি হবে ২০২৬ সালে।

২০২৬ সাল বিশ্বকাপের বছর। সে কারনে সাফ চ্যাম্পিয়নশীপকে আরো জমকালো ভাবে আয়োজনের উপর গুরুত্ব দেয়া হয়েছে। এজন্য উপযুক্ত সময় ও ভেন্যু নির্ধারনের জন্য বিশেষ গুরুত্বের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা
প্রস্তুতির চূড়ান্ত পর্বের জন্য সিলেট যাচ্ছেন ক্রিকেটাররা
চট্টগ্রামের মিরসরাইয়ে কার্ভাডভ্যানের চাপায় নারী নিহত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ রাবাদার
উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্পে ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া সচিব
উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্প ব্যয় বাড়ানোর ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া সচিব
পানি উন্নয়ন বোর্ডে নতুন অতিরিক্ত মহাপরিচালকের যোগদান
চট্টগ্রামের ফটিকছড়িতে ৫টি ফার্মেসিকে জরিমানা
যুক্তরাজ্যে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে কুমিল্লা ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন
দ্রুততম সময়ে অনলাইন জিডি সেবা পুনরায় চালু হবে: পুলিশ হেডকোয়ার্টার্স
১০