মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন আলকারাজ

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৯:৪৭
কার্লোস আলকারাজ -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫ (বাসস) : থাইয়ের ইনজুরির কারণে মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের তিন নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজ। ফরাসি ওপেনের শিরোপা ধরে রাখার প্রস্তুতিতে আলকারাজের সামনে এটা অনেক বড় বাঁধা হয়ে দেখা দিল।

চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই স্প্যানিয়ার্ড গত রোববার হলগার রুনের কাছে বার্সেলোনা ওপেনের ফাইনালে পরাজয়ের ম্যাচটিতে ইনজুরির সমস্যায় পড়েন।

এক সংবাদ সম্মেলনে আলকারাজ এ সম্পর্কে বলেছেন, ‘আমার পক্ষে যা করা সম্ভব ছিল আমি তার সবকিছুই করেছি। কিন্তু গত কয়েকদিনে খুব একটা উন্নতি হয়নি। মাদ্রিদে খেলার জন্য আমি অনেক চেষ্টা করেছি। কিন্তু কোনকিছুই অনুকূলে নেই। এ কারনে আমি ঝুঁকি নিতে চাচ্ছিনা। আমি যদি খেলতে নামি তবে পরিস্থিতি হয়তোবা আরো খারাপ হতে পারে। সিদ্ধান্ত নেয়াটা বেশ কঠিন ছিল। কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সিদ্ধান্ত।’

২০২২ ও ২০২৩ সালের বিজয়ী আলাকারাজ তৃতীয়বারের মত মাদ্রিদ ওপেনের শিরোপা জয়ের লক্ষ্যস্থির করেছিলেন। ২১ বছর বয়সী সোমবার মাদ্রিদে পৌঁছানোর পর এ সপ্তাহে আর অনুশীলনে নামতে পারেননি। 

এখনো পর্যন্ত ইতালিয়ান ওপেনে না খেলার বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি আলকারাজ। তবে ফ্রেঞ্চ ওপেনের ব্যপারে তিনি আশাবাদী, ‘অবশ্যই রোলা গ্যাঁরোতে সকলের সাথে দেখা হবে। রোমে ফেরার জন্য সম্ভাব্য সব কিছুই করার চেষ্টা করবো। আগামী কয়েক সপ্তাহ এজন্য কঠোর পরিশ্রম করতে হবে।’

আগামী ২৫ মে ফ্রেঞ্চ ওপেনের মূল ড্র অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিগন্যালগেট কেলেঙ্কারির পর সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত হলো বাংলাদেশ 
মোবাইল অপারেটরদের রোমিং বিল টাকায় গ্রহণের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক
টেকসই সরকারি ক্রয় সম্পর্কে ব্যাপক সচেতনতা গড়ে তোলার দাবি
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জুলাই মঞ্চের 
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফায়ার সার্ভিস অধিদপ্তরে দুদকের অভিযান
কলম্বিয়ার প্রেসিডেন্টকে মাদকাসক্ত বললেন সাবেক মন্ত্রী
সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হোটেলকে পুরস্কৃত করবে সরকার : পরিবেশ উপদেষ্টা
টেক্সাসের ‘ট্রাম্প বার্গার’-এ প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে ১০০ দিন উদযাপন
রাজধানীতে ‘মিট বাংলাদেশ এক্সপোজিশন’ শুরু 
১০