রাঙ্গামাটিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ২০:৫৯ আপডেট: : ২৪ এপ্রিল ২০২৫, ২১:৩১
রাঙ্গামাটিতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়া উদ্দীন -ছবি : বাসস

রাঙ্গামাটি, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাঙ্গামাটিতে আজ থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে এবং রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বিকেল সাড়ে ৩টায় রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়া উদ্দীন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার শারমিন জাহান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবীদ কাজল তালুকদার, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লে: কর্নেল জোনাঈদ উদ্দিন শাহ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: রুহুল আমীন।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রাঙ্গামাটি বনাম বান্দরবান জেলা দল ।  

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোট ১১টি জেলা ফুটবল দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন পাহাড়ী জনগোষ্ঠীর শিল্পীরা মাঠে তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হামাস ও ইসরাইল জিম্মি ও বন্দী বিনিময়ের জন্য প্রস্তুত
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
১০