রাঙ্গামাটিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ২০:৫৯ আপডেট: : ২৪ এপ্রিল ২০২৫, ২১:৩১
রাঙ্গামাটিতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়া উদ্দীন -ছবি : বাসস

রাঙ্গামাটি, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : রাঙ্গামাটিতে আজ থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে এবং রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বিকেল সাড়ে ৩টায় রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়া উদ্দীন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার শারমিন জাহান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবীদ কাজল তালুকদার, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লে: কর্নেল জোনাঈদ উদ্দিন শাহ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: রুহুল আমীন।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রাঙ্গামাটি বনাম বান্দরবান জেলা দল ।  

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোট ১১টি জেলা ফুটবল দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন পাহাড়ী জনগোষ্ঠীর শিল্পীরা মাঠে তাদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা
প্রস্তুতির চূড়ান্ত পর্বের জন্য সিলেট যাচ্ছেন ক্রিকেটাররা
চট্টগ্রামের মিরসরাইয়ে কার্ভাডভ্যানের চাপায় নারী নিহত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ রাবাদার
উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্পে ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া সচিব
উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্প ব্যয় বাড়ানোর ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া সচিব
পানি উন্নয়ন বোর্ডে নতুন অতিরিক্ত মহাপরিচালকের যোগদান
চট্টগ্রামের ফটিকছড়িতে ৫টি ফার্মেসিকে জরিমানা
যুক্তরাজ্যে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে কুমিল্লা ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন
দ্রুততম সময়ে অনলাইন জিডি সেবা পুনরায় চালু হবে: পুলিশ হেডকোয়ার্টার্স
১০