কোহলির রেকর্ড গড়া ম্যাচে রাজস্থানকে হারালো ব্যাঙ্গালুরু

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৬:১৬

ঢাকা, ২৫ এপ্রিল ২০২৫ (বাসস) : বিরাট কোহলির রেকর্ড গড়া ম্যাচে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসকে ১১ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নামা ব্যাঙ্গালুরুর হয়ে ৪২ বলে ৭০ রানের ইনিংস খেলেন কোহলি।

এ ইনিংসের মাধ্যমে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমে ব্যাট করে সবচেয়ে বেশি ৬২ হাফ-সেঞ্চুরির ইনিংস খেলার রেকর্ড গড়েছেন কোহলি। পাকিস্তানের বাবর আজমকে টপকে যান তিনি। ৬১ হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেছেন বাবর।

গতরাতে ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪০ বলে ৬১ রানের সূচনা করেন ব্যাঙ্গালুরুর দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। সল্ট ২৬ রানে ফিরলে দেবদূত পাডিক্কালকে নিয়ে ৫১ বলে ৯৫ রান যোগ করেন কোহলি। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। এবারের আসরে পঞ্চম হাফ-সেঞ্চুরি তুলে ৮টি চার ও ২টি ছক্কায় ৪২ বলে ৭০ রানের ইনিংস খেলেন কোহলি।

৪টি চার ও ৩টি ছক্কায় ২৭ বলে ৫০ রানে আউট হন পাডিক্কাল। শেষ দিকে টিম ডেভিডের ১৫ বলে ২৩ এবং জিতেশ শর্মা ১০ বলে অপরাজিত ২০ রান করেন। এতে ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রানের সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু। রাজস্থানের পেসার সন্দ্বীপ শর্মা ২ উইকেট নেন।

জবাবে উদ্বোধনী জুটিতে ২৬ বলে ৫২ রান তোলেন রাজস্থানের দুই ওপেনার যশ্বসী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী। ৯ ওভার শেষে ২ উইকেটে ১১০ রান তুলে ভালভাবেই লড়াইয়ে ছিল রাজস্থান।

মিডল অর্ডারে ২৪, ২৮ ও ২৭ রানের ছোট-ছোট জুটিতে জয়ের সম্ভাবনা ধরে রেখেছিল রাজস্থান। ১৮তম ওভারে ২২ রান আসায় শেষ ১২ বলে ১৮ রান দরকার পড়ে রাজস্থানের। কিন্তু ১৯তম ওভারে মাত্র ১ রানে ২ উইকেট এবং শেষ ওভারে ৫ রানে ২ উইকেট পতন হলে জয়ের সুযোগ হাতছাড়া করে রাজস্থান। ২০ ওভারে ৯ উইকেটে ১৯৪ রান করে তারা।

রাজস্থানের জয়সওয়াল ১৯ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৪৯, ধ্রুব জুরেল ৩টি করে চার-ছক্কায় ৩৪ বলে ৪৭ ও নিতিশ রানা ২২ বলে ২৮ রান করেন।

ব্যাঙ্গালুরুর পেসার জশ হ্যাজেলউড ৩৩ রানে ৪ উইকেট নেন।

এই জয়ে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠেছে ব্যাঙ্গালুরু। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানেই আছে রাজস্থান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ড. আসিফ নজরুল ও হেফাজতের মুফতী হারুন ইজহারকে জড়িয়ে প্রচারিত খবরটি সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর : রিউমার স্ক্যানার
নতুন মেয়াদের প্রথম বিদেশ সফরে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাচ্ছেন ট্রাম্প
সার্বিক বিবেচনায় দেশে ক্রান্তিকাল এখনো শেষ হয়নি : রিজভী
পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা
শহীদ জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের পাশে দাঁড়ালেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন এএবি নেতৃবৃন্দ
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ‘স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনার আয়োজন 
২০২৪ সালে আশ্রয় অনুমোদন ৭ শতাংশ বৃদ্ধি করেছে ইইউ
প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ
প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ
১০