শিরোপার আরও কাছে আবাহনী

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৯:৩৫

ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫ (বাসস) : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার সিক্সে নিজেদের চতুর্থ ম্যাচে আজ আবাহনী লিমিটেড ৭ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। এই জয়ে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আবাহনী। সুপার সিক্সের শেষ রাউন্ডের ম্যাচ থেকে অন্তত ১ পয়েন্ট পেলেই টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন হবে আবাহনী। 

শেষ রাউন্ডে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে আবাহনী। ঐ ম্যাচ হারলে মোহামেডানের সমান ২৬ পয়েন্ট হবে আবাহনীর। কিন্তু মোহামেডানের সাথে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় শিরোপা বঞ্চিত হবে আবাহনী।  

সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে লিজেন্ডস অব রূপগঞ্জকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী। ব্যাট হাতে নেমে আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেনের ঘূর্ণিতে পড়ে দলীয় ৬৫ রানেই ৪ উইকেট হারায় লিজেন্ডস অব রূপগঞ্জ। এরমধ্যে ৩ উইকেটই নেন মোসাদ্দেক। 

এরপর ব্যাটারদের ছোট-ছোট ইনিংসে ভর করে চাপমুক্ত হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে বড় সংগ্রহ পেতে ব্যর্থ রূপগঞ্জ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রান করে। 

মেহেদি মারুফ সর্বোচ্চ ৪৮, চৌধুরী এম রিজওয়ান ৪০, অধিনায়ক আকবর আলি ৩৫ ও শরিফুল ইসলাম ৩৪ রানে অপরাজিত থাকেন। আবাহনীর দুই স্পিনার মোসাদ্দেক ৪টি ও রাকিবুল হাসান ৩ উইকেট নেন। 

২২৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৪ রানে প্রথম উইকেট হারায় আবাহনী। ২০ বলে ৩২ রানে থামেন শাহরিয়ার কমল। দ্বিতীয় উইকেটে ১১৩ রানের জুটিতে আবাহনীর জয়ের পথ সহজ করেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও জিশান আলম। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে ফিরেন। ইমন ৭৩ ও জিশান ৬৩ রান করেন। 

দলীয় ১৭৯ রানে তাদের বিদায়ের পর চতুর্থ উইকেটে ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে আবাহনীর জয় নিশ্চিত করেন এসএম মেহেরব ও মোহাম্মদ মিথুন। মেহেরব ২৪ ও মিথুন ২৯ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হয়েছেন মোসাদ্দেক।

১৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা
প্রস্তুতির চূড়ান্ত পর্বের জন্য সিলেট যাচ্ছেন ক্রিকেটাররা
চট্টগ্রামের মিরসরাইয়ে কার্ভাডভ্যানের চাপায় নারী নিহত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ রাবাদার
উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্পে ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া সচিব
উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্প ব্যয় বাড়ানোর ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া সচিব
পানি উন্নয়ন বোর্ডে নতুন অতিরিক্ত মহাপরিচালকের যোগদান
চট্টগ্রামের ফটিকছড়িতে ৫টি ফার্মেসিকে জরিমানা
যুক্তরাজ্যে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে কুমিল্লা ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন
দ্রুততম সময়ে অনলাইন জিডি সেবা পুনরায় চালু হবে: পুলিশ হেডকোয়ার্টার্স
১০