ইমরানুজ্জামানের সেঞ্চুরিতে বড় জয় অগ্রণী ব্যাংকের

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৯:৪৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫ (বাসস) : ওপেনার ইমরানুজ্জামানের সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বড় জয়ের স্বাদ পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আজ সুপার সিক্সে নিজেদের চতুর্থ ম্যাচে অগ্রণী ১৩৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। 

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা অগ্রণী ব্যাংককে ১১৮ রানের সূচনা এনে দেন দুই ওপেনার ইমরানুজ্জামান ও অমিত হাসান। জুটিতে ৪৮ বলে ৪২ রান তুলে আউট হন অমিত।

এরপর অধিনায়ক ইমরুল কায়েস ১৩ ও মার্শাল আইয়ুব ৩ রানে ফিরে গেলে ১৫৫ রানে ৩ উইকেট হারায় অগ্রণী ব্যাংক। এরপর ৬৬ রানের জুটি গড়েন ইমরানুজ্জামান ও তাইবুর রহমান। এই জুটিতেই সেঞ্চুরির পূর্ণ করে  দলীয় ২২১ রানে সাজঘরে ফিরেন ইমরানুজ্জামান। ১৭টি চার ও ২টি ছক্কায় ১০৮ বলে ১২৩ রান করেন তিনি। 

ইনিংসের শেষ ১০ ওভারে মারমুখী ব্যাটিংয়ে অগ্রণী ব্যাংককে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪০ রানের বড় সংগ্রহ এনে দেন তাইবুর ও প্রীতম কুমার। ৫টি চার ও ১টি ছক্কায় ৬০ রান করেন তাইবুর। ২টি চার ও ৫টি ছক্কায় ২৯ বলে ৫৯ রানের ক্যামিও ইনিংস খেলেন প্রীতম। গুলশানের স্পিনার মইনুল ইসলাম ৩ উইকেট নেন। 

জবাবে অগ্রণী ব্যাংকের পেসার সন্দ্বীপ রায়ের তোপে পড়ে ৫১ রানে ৩ উইকেট হারায় গুলশান। এরপর দলীয় ৮৫ রানে পঞ্চম উইকেট পতনে লড়াই থেকে ছিটকে পড়ে দলটি। ষষ্ঠ উইকেটে ৮৮ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন শাকিল হোসেন ও নাহিদুজ্জামান। এই জুটির বিচ্ছিন্ন হওয়ার পর বেশি দূর যেতে পারেনি গুলশান। ৪৬.৫ ওভারে ২০৩ রানে অলআউট হয় তারা। 

শাকিল ৫৯ ও নিহাদুজ্জামান ৪৯ রান করেন। সন্দ্বীপ ৩৫ রানে ৫ উইকেট নেন। ৬ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটিই সেরা বোলিং সন্দ্বীপের। ম্যাচ সেরা হন ইমরানুজ্জামান। 

এই জয়ে ১৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে অগ্রণী ব্যাংক। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে গুলশান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে ইসলামি আন্দোলন বাংলাদেশের বৈঠক
সার্বিয়ায় অনলাইন ক্লাসের বিরুদ্ধে রাস্তায় শিক্ষার্থীরা
রিয়ালকে হারিয়ে কোপা ডেল রে’র শিরোপা জিতলো বার্সেলোনা
লক্ষ্মীপুরে বজ্রপাতে এক নারীর মৃত্যু 
ট্রাম্পের বিরোধিতা করে প্রচারণায় কানাডার নেতাদের সমাপনী বক্তব্য 
সিলেটের জাফলংয়ে নৌকা ডুবে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
তেজগাঁওয়ে বোবা রফিক হত্যাকাণ্ডের মূল হোতা গ্রেফতার
যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক
সিরিজ হার এড়ানোর লক্ষ্য নিয়ে কাল জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
১০