হার দিয়ে শ্রীলংকা সফর শুরু বাংলাদেশ যুবাদের

বাসস
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ২১:৪১

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : হার দিয়ে শ্রীলংকা সফর শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

আজ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৯৮ রানে হেরেছে বাংলাদেশ যুবারা। এই পরাজয়ে  ছয় ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল সফরকারীরা। 

কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৪১ রান করে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে চামিকা হেনাতিগালা ৭৮ ও  কাভিজা গেমাগে ৬০ রানে অপরাজিত থাকেন। এছাড়া সেনুজা ওয়েকুনাগোদা ৫০ রান করেন। বাংলাদেশের ইকবাল হোসেন ইমন ও রিজান হোসেন ২টি করে উইকেট নেন। 

জবাবে শ্রীলংকা বোলার ভিগনেশ্বরন আকাশের বোলিং তোপে ৩৩ দশমিক ৩ ওভারে ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। 

দলের হয়ে কালাম সিদ্দিকি সর্বোচ্চ ৪৬ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন অধিনায়ক আজিজুল হাকিম। 

বল হাতে ভিগনেশ্বরন ৩৫ রানে ৫ উইকেট নেন।  

আগামী ২৮ এপ্রিল সিরিজের দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি হবে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হামাস ও ইসরাইল জিম্মি ও বন্দী বিনিময়ের জন্য প্রস্তুত
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
১০