রিয়ালকে হারিয়ে কোপা ডেল রে’র শিরোপা জিতলো বার্সেলোনা

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৭:০৬ আপডেট: : ২৭ এপ্রিল ২০২৫, ১৭:২৫
রিয়ালকে হারিয়ে কোপা ডেল রে’র শিরোপা জিতলো বার্সেলোনা -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ এপ্রিল ২০২৬ (বাসস) : ডিফেন্ডার জুলেস কুন্ডের অতিরিক্ত সময়ের গোলে বার্সেলোনা শনিবার ফাইনালে ৩-২ ব্যবধানে রিয়াল মাদ্রিদকে পরাজিত করে কোপা ডেল রে’র শিরোপা জয় করেছে। 

কাতালান জায়ান্টরা এর মাধ্যমে মৌসুমে কোয়াড্রাপল জয়ের আশা টিকিয়ে রাখলো। কোচ হান্সি ফ্লিকের অধীনে এটাই বার্সেলোনার প্রথম ট্রফি। এনিয়ে স্প্যানিশ কাপের রেকর্ড ৩২তম শিরোপা ঘরে তুললো বার্সা। 

সেভিয়ায় অনুষ্ঠিত ম্যাচটির শেষভাগে উত্তেজনায় জড়িয়ে ইংলিশ তারকা জুড বেলিংহামসহ রিয়ালের তিনজন খেলোয়াড় লাল কার্ড পেয়েছেন। 

জয়ের নায়ক কুন্ডে বলেছেন, ‘মাদ্রিদ আমাদের বেশ চাপে ফেলেছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরাই মাথা উঁচু করে মাঠ ছেড়েছি।’

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানকে আতিথ্য দিবে বার্সা। 

বার্সেলোনার উচ্ছসিত কোচ ফ্লিক বলেছেন, ‘খেলোয়াড়রা এখন পার্টি করতেই পারে। আজকের জন্য সবকিছুই ঠিক আছে।’

এর আগে কোচ হিসেবে ফ্লিকের অধীনে যে দলই ফাইনালে খেলেছে তারাই শিরোপা নিয়ে ঘরে ফিরেছে। এই সংখ্যা সাতটি।

মাদ্রিদের বদলী ডিফেন্ডার এন্টোনিও রুডিগার রেফারি রিকার্ডো ডি বুরগোসকে লক্ষ্য করে একটি বস্তু ছুঁড়ে মারা অপরাধে একেবারে শেষ মুহূর্তে লাল কার্ড পেয়েছেন। অফিসিয়াল রিপোর্টে এটাই বলা হয়েছে। এছাড়া এই ঘটনায় পরবর্তীতে প্রতিবাদ করার শাস্তিস্বরুপ লুকাস ভাসকবুয়েজও লাল কার্ড পেয়েছেন। ম্যাচের শেষ বাঁশি বাজার পর রেফারিকে লক্ষ্য করে আগ্রাসী মনোভাব দেখানোর কারনে লাল কার্ড পেয়েছেন বেলিংহাম। 

মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘রেফারি প্রসঙ্গে আমি কিছুই বলতে চাই। আমি জানিনা ম্যাচের শেষে কি হয়েছিল।’

রেফারিং নিয়ে গতকাল অবশ্য ম্যাচ শেষে মাদ্রিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়েছে। 

দলের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পেকে বদলী বেঞ্চে রেখেই কাল ম্যাচ শুরু করেছিল মাদ্রিদ। গোঁড়ালির ইনজুরির কারনে মাঠের বাইরে ছিলেন এমবাপ্পে। উরুর ইনজুরিতে আক্রান্ত হয়ে ম্যাচ শুরুর ১১ মিনিটের মধ্যে মাঠ ছাড়তে বাধ্য হন ফরাসি ডিফেন্ডার ফারলান্ড মেন্ডি। 

এবারের মৌসুমে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপেও চির প্রতিদ্বন্দ্বী রিয়ালকে পরাজিত করেছে বার্সেলোনা। এই ম্যাচগুলোতে সব মিলিয়ে ৯ গোল দিয়েছে বার্সা। 


কাল ম্যাচের ২৮ মিনিটে জোড়ালো শটে বার্সেলোনাকে এগিয়ে দেন পেড্রি। দারুন এই গোলের যোগানদাতা ছিলেন ১৭ বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামাল। এক গোলে পিছিয়ে থেকে মাদ্রিদ নড়েচড়ে বসে। এসময় এমবাপ্পেকেও ওয়ার্ম আপ করার নির্দেশ দেন আনচেলত্তি। বেলিংহাম বল জালে জড়ালেও অফসাইডের কারনে তা বাতিল হয়ে যায়। ভিনিসিয়াস জুনিয়র একটি পেনাল্টির আবেদন করে সফল হতে পারেননি। ডানি ওলমোর কর্ণার পোস্টে না লাগলে ব্যবধান বাড়তে পারতো। 

বিরতির পর রডরিগোর জায়গায় এমবাপ্পেকে মাঠে নামায় মাদ্রিদ। মাঠে নেমেই ভিনিসয়াসকে সাথে নিয়ে বার্সেলোনা গোলরক্ষক ওজিচেচ সিজিসনিকে পরীক্ষায় ফেলেন এমবাপ্পে। ৭০ মিনিটে একক প্রচেষ্টায় মাদ্রিদকে সমতায় ফেরান এমবাপ্পে। সাত মিনিট পর আরদা গুলেরের কর্ণার থেকে অরেলিয়েন টিচুয়ামেনি মাদ্রিদকে এগিয়ে দেন। ৮৪ মিনিটে ইয়ামালের এ্যাসিস্টে তোরেস দারুন এক গোলে বার্সেলোনার হয়ে সমতা ফেরান। ম্যাচটি অতিরিক্তি সময়ে গড়ানোর আগে থেকে উত্তেজনা বাড়তে থাকে। 

অতিরিক্ত সময়ে ১১৬ মিনিটে লুকা মড্রিচের পাস ছিনিয়ে নিয়ে কুর্তোয়াকে পরাস্ত করেন কুন্ডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ
রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে উৎখাত হয়নি ইউক্রেন : দাবি জেলেনস্কির
আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করে বিচার দাবি মামুনুল হকের
জবির কেন্দ্রীয় লাইব্রেরিতে ছাত্রদলের বুকশেলফ প্রদান
সেবা নিশ্চিত ও অনিয়মের বিরুদ্ধে দুদকের পৃথক অভিযান
ট্রাম্পের হুমকিকে অসম্মানজনক বললেন গ্রিনল্যান্ডের নেতা
ডিএনসিসি প্রশাসকের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
শহীদকন্যা লামিয়ার খুনিদের মৃত্যুদণ্ড চান সারজিস
প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিতে দরকার কার্যকর, টেকসই ব্যবস্থাপনা 
বিচার ব্যবস্থা সংস্কারে করণীয় সম্পর্কে ব্লাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১০