সিএভিএ’র বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য হলেন জাহেদী

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৯:০১


ঢাকা, ২৭ এপ্রিল ২০২৫ (বাসস) : বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদী সেন্ট্রাল এশিয়ান ভলিবল এসোসিয়েশনের (সিএভিএ) বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য নিযুক্ত হয়েছেন।

গত ২৫ এপ্রিল সেন্ট্রাল এশিয়ান ভলিবল এসোসিয়েশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন এর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় সিএভিএ সভাপতি মোহাম্মদ লতিফ নিয়োগপত্রটি জাহেদীর হাতে তুলে দেন।

মোহাম্মদ লতিফ আশা প্রকাশ করে বলেন, জাহেদী তার অভিজ্ঞতা, নিষ্ঠা এবং নেতৃত্বের মাধ্যমে মধ্য এশীয় অঞ্চলে ভলিবলের উন্নয়নের জন্য কাজ করে যাবেন। তার সক্রিয় অবদানের মাধ্যমে মধ্য এশীয় অঞ্চলের সকল ভলিবল ফেডারেশন আরও শক্তিশালী হয়ে উঠবে।

সেন্ট্রাল এশিয়ান ভলিবল এসোসিয়েশন মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার ১৪টি জাতীয় ফেডারেশন সদস্য নিয়ে গঠিত। এটি এশিয়ায় ইনডোর ভলিবল, বীচ ভলিবল ও গ্রাস ভলিবল ছাড়াও সিএভিএ এশিয়ান মেনস ও উইমেন্স নেশন্স লীগসহ জোনাল চ্যাম্পিয়নশিপ পরিচালনা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ৮ জনের কারাদণ্ড 
হামাস ও ইসরাইল জিম্মি ও বন্দী বিনিময়ের জন্য প্রস্তুত
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
১০