ঢাকা, ২৭ এপ্রিল ২০২৫ (বাসস) : কোপা ডেল রে’র ফাইনালে একেবারে শেষ মুহূর্তে মেজাজ হারিয়ে রেফারিকে লক্ষ্য করে বস্তু ছুঁড়ে মারায় লাল কার্ড দেখতে হয়েছে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার এন্টোনিও রুডিগারকে। সেই ঘটনায় আজ রোববার ক্ষমা প্রার্থনা করেছেন রুডিগার।
গতকাল অনুষ্ঠিত ফাইনালে বার্সেলোনা ৩-২ গোলে জয়ী হয়। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে এই সেন্টার-ব্যাককে মাঠ থেকে উঠিয়ে নেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। মাঠ থেকে বেরিয়ে যাবার সময় রেফারি রিকার্ডো ডি বারগোস বেনগোয়েটসিকে লক্ষ্য করে কিছু বস্তু ছুঁড়ে মারেন রুডিগার। রেফারির কিছু সিদ্ধান্তের প্রতিবাদ স্বরুপই রুডিগার এমন আচরণ করেছেন। স্প্যানিশ গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ডাগ আউটে রাখা বরফের বাক্স থেকে বরফ ছুঁড়ে মেরেছেন রুডিগার। এসময় উত্তেজনায় রুডিগারের রিয়াল সতীর্থরাও কিছুটা মেজাজ হারিয়ে ফেলে। ম্যাচ শেষে যে কারনে লুকাস ভাসকুয়েজ ও জুড বেলিংহামকেও লাল কার্ড দেখতে হয়েছে।
আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে রুডিগার লিখেছেন, ‘গত রাতে আমার এই ব্যবহারের অবশ্যই কোন অযুহাত নেই। আমি সত্যিই দারুন দু:খিত। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে আমি ভুলটি করেছি। আবারো রেফারিসহ সকলের কাছে ক্ষমা চাচ্ছি যাদেরকে গত রাতে আমি হতাশ করেছি।’
এই ঘটনায় রুডিগার চার থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন। আর সেটা হলে আগামী ১১ মে মৌসুমের শেষ এল ক্লাসিকোতে আর তাকে দেখা যাবে না।
ভাসকুয়েজ ও বেলিংহামের লাল কার্ডগুলো তুলনামূলক হালকা ভাবে দেখা হচ্ছে। যে কারনে তাদের শাস্তির মাত্রাও কম হবার সম্ভাবনাই বেশী।