বান্দরবানে হিল ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৯:৩১


বান্দরবান, ২৭ এপ্রিল ২০২৫, (বাসস) : বান্দরবানে গতকাল অনুষ্ঠিত হয়েছে ‘হিল ম্যারাথন ২০২৫’ হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ২১ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে ৩০০ জন প্রতিযোগী অংশ নেয়।

শনিবার ভোর সাড়ে ৫টায় রাজার মাঠ থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। জেলা সদরের সুয়ালক আনসার ক্যাম্প পর্যন্ত গিয়ে আবার রাজার মাঠে ফিরে সকাল ১০টায় শেষ হয় এই ম্যারাথন।

সকালে এই হিল ম্যারাথনের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা।

ম্যারাথনে প্রথম স্থান অর্জন করেছেন মৌলভীবাজারের কুলাউড়া থানার আশরাফুল আলম। তিনি ১ ঘণ্টা ২২ মিনিট সময় নিয়ে ম্যারাথন শেষ করেন।

দ্বিতীয় হয়েছেন খুলনা সদরের পলাশ শেখ। তিনি সময় নিয়েছেন ১ ঘণ্টা ২৮ মিনিট। ১ ঘণ্টা ৩০ মিনিটে দৌড় শেষ করে তৃতীয় হয়েছেন সুনামগঞ্জের রায়হান উদ্দিন ।

হিল ম্যারাথন ২০২৫-এর আহবায়ক শহিদুর রহমান সোহেল বলেন, এবারের ম্যারাথনে অংশ নেয়া ৩০০ দৌড়বিদের মধ্যে ৮ জন নারী ছিলেন। অংশগ্রহণকারী দৌড়বিদদের মধ্যে ৫০ জন বান্দরবান জেলার এবং বাকিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন।

ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, নাছির উদ্দিন, অ্যাডভোকেট আবুল কালাম, অধ্যাপক মো: ওসমান গণি, বান্দরবান স্পোর্টস ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি অংচ মং মারমা ও মো: সাহেল।

এর আগে গত বছর বান্দরবানে অনুষ্ঠিত হয়েছিল ‘ভার্টিকাল ড্রিমারস আল্ট্রা ম্যারাথন’। যেখানে অংশ নিয়েছিলেন প্রায় ৪০০ প্রতিযোগী।

বান্দরবান স্পোর্টস ডেভেলপমেন্ট ফোরাম ও বান্দরবান হিল রার্নাস এর যৌথ আয়োজনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান সেনা রিজিয়ন, সদর সেনা জোন ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই প্রথমবারের মতো হিল ম্যারাথন অনুষ্ঠিত হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা
প্রস্তুতির চূড়ান্ত পর্বের জন্য সিলেট যাচ্ছেন ক্রিকেটাররা
চট্টগ্রামের মিরসরাইয়ে কার্ভাডভ্যানের চাপায় নারী নিহত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ রাবাদার
উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্পে ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া সচিব
উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্প ব্যয় বাড়ানোর ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া সচিব
পানি উন্নয়ন বোর্ডে নতুন অতিরিক্ত মহাপরিচালকের যোগদান
চট্টগ্রামের ফটিকছড়িতে ৫টি ফার্মেসিকে জরিমানা
যুক্তরাজ্যে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে কুমিল্লা ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন
দ্রুততম সময়ে অনলাইন জিডি সেবা পুনরায় চালু হবে: পুলিশ হেডকোয়ার্টার্স
১০