বান্দরবানে হিল ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৯:৩১


বান্দরবান, ২৭ এপ্রিল ২০২৫, (বাসস) : বান্দরবানে গতকাল অনুষ্ঠিত হয়েছে ‘হিল ম্যারাথন ২০২৫’ হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ২১ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে ৩০০ জন প্রতিযোগী অংশ নেয়।

শনিবার ভোর সাড়ে ৫টায় রাজার মাঠ থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। জেলা সদরের সুয়ালক আনসার ক্যাম্প পর্যন্ত গিয়ে আবার রাজার মাঠে ফিরে সকাল ১০টায় শেষ হয় এই ম্যারাথন।

সকালে এই হিল ম্যারাথনের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা।

ম্যারাথনে প্রথম স্থান অর্জন করেছেন মৌলভীবাজারের কুলাউড়া থানার আশরাফুল আলম। তিনি ১ ঘণ্টা ২২ মিনিট সময় নিয়ে ম্যারাথন শেষ করেন।

দ্বিতীয় হয়েছেন খুলনা সদরের পলাশ শেখ। তিনি সময় নিয়েছেন ১ ঘণ্টা ২৮ মিনিট। ১ ঘণ্টা ৩০ মিনিটে দৌড় শেষ করে তৃতীয় হয়েছেন সুনামগঞ্জের রায়হান উদ্দিন ।

হিল ম্যারাথন ২০২৫-এর আহবায়ক শহিদুর রহমান সোহেল বলেন, এবারের ম্যারাথনে অংশ নেয়া ৩০০ দৌড়বিদের মধ্যে ৮ জন নারী ছিলেন। অংশগ্রহণকারী দৌড়বিদদের মধ্যে ৫০ জন বান্দরবান জেলার এবং বাকিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন।

ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, নাছির উদ্দিন, অ্যাডভোকেট আবুল কালাম, অধ্যাপক মো: ওসমান গণি, বান্দরবান স্পোর্টস ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি অংচ মং মারমা ও মো: সাহেল।

এর আগে গত বছর বান্দরবানে অনুষ্ঠিত হয়েছিল ‘ভার্টিকাল ড্রিমারস আল্ট্রা ম্যারাথন’। যেখানে অংশ নিয়েছিলেন প্রায় ৪০০ প্রতিযোগী।

বান্দরবান স্পোর্টস ডেভেলপমেন্ট ফোরাম ও বান্দরবান হিল রার্নাস এর যৌথ আয়োজনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান সেনা রিজিয়ন, সদর সেনা জোন ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই প্রথমবারের মতো হিল ম্যারাথন অনুষ্ঠিত হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ৮ জনের কারাদণ্ড 
হামাস ও ইসরাইল জিম্মি ও বন্দী বিনিময়ের জন্য প্রস্তুত
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
১০