বান্দরবানে হিল ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৯:৩১


বান্দরবান, ২৭ এপ্রিল ২০২৫, (বাসস) : বান্দরবানে গতকাল অনুষ্ঠিত হয়েছে ‘হিল ম্যারাথন ২০২৫’ হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ২১ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে ৩০০ জন প্রতিযোগী অংশ নেয়।

শনিবার ভোর সাড়ে ৫টায় রাজার মাঠ থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। জেলা সদরের সুয়ালক আনসার ক্যাম্প পর্যন্ত গিয়ে আবার রাজার মাঠে ফিরে সকাল ১০টায় শেষ হয় এই ম্যারাথন।

সকালে এই হিল ম্যারাথনের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা।

ম্যারাথনে প্রথম স্থান অর্জন করেছেন মৌলভীবাজারের কুলাউড়া থানার আশরাফুল আলম। তিনি ১ ঘণ্টা ২২ মিনিট সময় নিয়ে ম্যারাথন শেষ করেন।

দ্বিতীয় হয়েছেন খুলনা সদরের পলাশ শেখ। তিনি সময় নিয়েছেন ১ ঘণ্টা ২৮ মিনিট। ১ ঘণ্টা ৩০ মিনিটে দৌড় শেষ করে তৃতীয় হয়েছেন সুনামগঞ্জের রায়হান উদ্দিন ।

হিল ম্যারাথন ২০২৫-এর আহবায়ক শহিদুর রহমান সোহেল বলেন, এবারের ম্যারাথনে অংশ নেয়া ৩০০ দৌড়বিদের মধ্যে ৮ জন নারী ছিলেন। অংশগ্রহণকারী দৌড়বিদদের মধ্যে ৫০ জন বান্দরবান জেলার এবং বাকিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন।

ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, নাছির উদ্দিন, অ্যাডভোকেট আবুল কালাম, অধ্যাপক মো: ওসমান গণি, বান্দরবান স্পোর্টস ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি অংচ মং মারমা ও মো: সাহেল।

এর আগে গত বছর বান্দরবানে অনুষ্ঠিত হয়েছিল ‘ভার্টিকাল ড্রিমারস আল্ট্রা ম্যারাথন’। যেখানে অংশ নিয়েছিলেন প্রায় ৪০০ প্রতিযোগী।

বান্দরবান স্পোর্টস ডেভেলপমেন্ট ফোরাম ও বান্দরবান হিল রার্নাস এর যৌথ আয়োজনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান সেনা রিজিয়ন, সদর সেনা জোন ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই প্রথমবারের মতো হিল ম্যারাথন অনুষ্ঠিত হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ
রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে উৎখাত হয়নি ইউক্রেন : দাবি জেলেনস্কির
আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করে বিচার দাবি মামুনুল হকের
জবির কেন্দ্রীয় লাইব্রেরিতে ছাত্রদলের বুকশেলফ প্রদান
সেবা নিশ্চিত ও অনিয়মের বিরুদ্ধে দুদকের পৃথক অভিযান
ট্রাম্পের হুমকিকে অসম্মানজনক বললেন গ্রিনল্যান্ডের নেতা
ডিএনসিসি প্রশাসকের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
শহীদকন্যা লামিয়ার খুনিদের মৃত্যুদণ্ড চান সারজিস
প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিতে দরকার কার্যকর, টেকসই ব্যবস্থাপনা 
বিচার ব্যবস্থা সংস্কারে করণীয় সম্পর্কে ব্লাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১০