বাংলাদেশকে হোইটওয়াশ করার ব্যাপারে আত্মবিশ্বাসী আরভিন

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২০:০৪
জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন : ছবি সংগৃহীত


ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে বাংলাদেশকে দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ করার ব্যাপারে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। পরিকল্পনা অনুযায়ী খেলার উপর জোর দিচ্ছেন তিনি।

আগামীকাল থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্ট ৩ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে জিম্বাবুয়ে। দ্বিতীয় টেস্টকে সামনে রেখে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের অধিনায়ক আরভিন বলেন, ‘আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, দলের প্রক্রিয়া-পরিকল্পনাগুলো বুঝে নেওয়া, যেগুলো আমাদের টেস্ট জয় এনে দিবে। শুধু ১-০ ব্যবধানে এগিয়ে আছি বলে বাড়তি চাপ নেওয়ার কোন প্রয়োজন নেই। এটিও ভাবার দরকার নেই যে, সিরিজ জিততেই হবে।’

নিজেদের প্রক্রিয়া ও পরিকল্পনায় অটুট থাকলেই সাফল্য আসবে বলে মনে করেন আরভিন। তিনি বলেন, ‘দীর্ঘ সময় ধরে নিজেদের প্রক্রিয়া ও পরিকল্পনা ধরে রাখতে হবে। এটা ধরে রাখতে পারলেই আমাদের জন্য সেরা সুযোগ তৈরি হবে। ফলাফল নিয়ে আগের থেকে ভাবা যাবে না।’

সিলেট টেস্ট জিতে বাংলাদেশের বিপক্ষে হারের বৃত্ত ভাঙ্গতে পারে জিম্বাবুয়ে। ২০২১ সালের পর টাইগারদের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ নেয় সফরকারীরা।

প্রথম টেস্টে জিম্বাবুয়ের পেসারদের দাপটের সামনে অসহায় ছিল বাংলাদেশের ব্যাটিং। এর ফলে টেস্টে আধিপত্য বিস্তার করেছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ১৭৪ রানের টার্গেট স্পর্শ করতে কিছুটা বেগ পেতে হলেও জয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।

নেটে ব্যাটিং অনুশীলনের পর চট্টগ্রামের উইকেট সর্ম্পকে ভালো ধারণা পেয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক আরভিন। তার মতে, পেসারদের চেয়ে চট্টগ্রামে স্পিনাররা সুবিধা পাবে।

প্রথম টেস্টে বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজকে খেলতে হিমশিম খেয়েছে জিম্বাবুয়ে। ম্যাচে ১০ উইকেট নেন মিরাজ।

আরভিন জানান, দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্পিনারদের সামলাতে প্রস্তুত জিম্বাবুয়ে। তিনি বলেন, ‘নেটে ব্যাটিংয়ের সময় বল কিছুটা ধীরগতির মনে হয়েছে। সম্ভবত ম্যাচ যত এগোবে, স্পিন আরও বেশি প্রভাব ফেলতে পারে। তবে আবারও বলছি, কন্ডিশন বুঝে নেওয়া এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব কন্ডিশন যতটা ভালোভাবে মূল্যায়ন করা যায়, যাতে টেস্ট ম্যাচ জয়ের সম্ভাবনা বাড়ে।’

তিনি আরও বলেন, ‘যেমনটা বলেছি, কন্ডিশন মূল্যায়ন করাই মূল বিষয়। আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য যতটা সম্ভব দেরি করতে চাই, যাতে বোঝা যায় কোন কম্বিনেশন আমাদের জন্য সবচেয়ে ভালো হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০