সমর্থকদের ধৈর্য ধরতে বললেন সিমন্স

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২০:২৬


ঢাকা, ২৭ এপ্রিল ২০২৫ (বাসস) : আগামীকাল থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজ হার এড়ানোই বাংলাদেশের প্রধান লক্ষ্য বলে জানালেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স। এজন্য ভক্তদের ধৈর্য ধরতে বলেছেন তিনি।

সিলেটে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হেরে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ। ২০১৮ সালের পর টেস্টে প্রথমবারের মত জিম্বাবুয়ের কাছে হার মানে বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘আমি বাংলাদেশের ভক্তদের ধৈয্য ধরতে বলছি। আমি জানি দলের আরও ভালো পারফরমেন্সের জন্য তারা কতটা মুখিয়ে আছে। আমরা আরও ভালো খেলার জন্য সঠিক কাজগুলে করার চেষ্টা করছি।’

প্রথম টেস্টে বোলাররা আশানুরুপ পারফরমেন্স করলেও ব্যাটাররা নিজেদের সেরাটা দিতে পারেনি। ব্যাটারদের বাজে পারফরমেন্সেই হার দিয়ে সিরিজ শুরু করতে হয়েছে টাইগারদের।

প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭৩ রান তুলে ৮২ রানের লিড নেয় জিম্বাবুয়ে।

দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত ছিল। ২৫৫ রানে গুটিয়ে জিম্বাবুয়েকে ম্যাচ জয়ের ১৭৪ রানের টার্গেট দেয় টাইগাররা।

দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে সিমন্স বলেন, ‘আমরা জানি, প্রথম ম্যাচে দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারিনি এবং নিজেদের সমস্যায় ফেলেছি। এখন আমাদের ভাবনা হলো, ইতিবাচক ব্র্যান্ডের টেস্ট ক্রিকেট খেলা। এমন না যে, সারা দিন ব্যাটিং করে ২০০ রান  করব।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেটারদের প্রতি আমার বার্তা হলো, আগের ম্যাচে কিছু হালকা শট ছিল এবং কিছু সফট ডিসমিসাল ছিল। তবে আমাদের নিশ্চিত করতে হবে সামনে যেন এটির উন্নতি হয়। টানা এক-দুই-তিন টেস্ট ধরে একই কাজ করতে পারি না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ
রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে উৎখাত হয়নি ইউক্রেন : দাবি জেলেনস্কির
আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করে বিচার দাবি মামুনুল হকের
জবির কেন্দ্রীয় লাইব্রেরিতে ছাত্রদলের বুকশেলফ প্রদান
সেবা নিশ্চিত ও অনিয়মের বিরুদ্ধে দুদকের পৃথক অভিযান
ট্রাম্পের হুমকিকে অসম্মানজনক বললেন গ্রিনল্যান্ডের নেতা
ডিএনসিসি প্রশাসকের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
শহীদকন্যা লামিয়ার খুনিদের মৃত্যুদণ্ড চান সারজিস
প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিতে দরকার কার্যকর, টেকসই ব্যবস্থাপনা 
বিচার ব্যবস্থা সংস্কারে করণীয় সম্পর্কে ব্লাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১০