ডিপিএলে চার ম্যাচ নিষিদ্ধ হৃদয়

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২০:৪১


ঢাকা, ২৭ এপ্রিল ২০২৫ (বাসস) : খেলোয়াড় আচরণবিধি ভঙ্গের কারণে মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়কে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আজ এক বিবৃতিতে এমনটা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিষিদ্ধ হওয়ায় চলমান ডিপিএলে আগামী মঙ্গলবার আবাহনী লিমিটেডের বিপক্ষে মোহামেডানের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না হৃদয়। ঐ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে।  

গত শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলার সময় আচরণবিধি ভঙ্গ করেন হৃদয়।

ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্ত হৃদয় মেনে নেননি বলে অভিযোগ আনেন মাঠের আম্পায়ার মনিরুজ্জামান টিংকু এবং আলী আরমান রাজন, তৃতীয় আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান এবং চতুর্থ কর্মকর্তা এটিএম ইকরাম।

বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযোগ অস্বীকার করেছেন হৃদয়। তার বিপক্ষে আনা অভিযোগের বিপক্ষে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যোগাযোগের পরও আম্পায়ারদের ড্রেসিংরুমে নির্ধারিত শুনানিতে উপস্থিত হননি হৃদয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ডিপিডিসিএল ২০২৪-২৫ এর আচরণবিধির ৫.২.৬ ধারা অনুসারে, এ ঘটনা নিয়ে কাজ করেন ম্যাচ রেফারি আখতার আহমেদ এবং শাস্তি হিসেবে ১০,০০০ টাকা জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।’

বিসিবির আচরণবিধির ধারা ২.৮ এর অধীনে লেভেল-১ অপরাধ করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে হৃদয়কে। যা ‘ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে অসম্মতি প্রকাশ’-এর সাথে সম্পর্কিত। লেভেল-১ অপরাধের জন্য সর্বনিম্ন সতর্কতা এবং সর্বোচ্চ ৪০,০০০ টাকা জরিমানা বা এক বা দু’টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

সর্বশেষ ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় মোট আট ডিমেরিট পয়েন্ট আছে হৃদয়ের। আগেই সাত ডিমেরিট পয়েন্ট ছিল তার। ফলে চার ম্যাচ নিষিদ্ধ থাকবেন হৃদয়। যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ
রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে উৎখাত হয়নি ইউক্রেন : দাবি জেলেনস্কির
আওয়ামী লীগকে সন্ত্রাসী দল ঘোষণা করে বিচার দাবি মামুনুল হকের
জবির কেন্দ্রীয় লাইব্রেরিতে ছাত্রদলের বুকশেলফ প্রদান
সেবা নিশ্চিত ও অনিয়মের বিরুদ্ধে দুদকের পৃথক অভিযান
ট্রাম্পের হুমকিকে অসম্মানজনক বললেন গ্রিনল্যান্ডের নেতা
ডিএনসিসি প্রশাসকের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
শহীদকন্যা লামিয়ার খুনিদের মৃত্যুদণ্ড চান সারজিস
প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিতে দরকার কার্যকর, টেকসই ব্যবস্থাপনা 
বিচার ব্যবস্থা সংস্কারে করণীয় সম্পর্কে ব্লাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১০