জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:০৯

ঢাকা, ২৮ এপ্রিল ২০২৫ (বাসস) : চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ। 

প্রথম টেস্টের একাদশ থেকে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান, খালেদ আহমেদ ও নাহিদ রানার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ব্যাটার এনামুল হক, অফ স্পিনার নাইম হাসান ও পেসার তানজিম হাসান। এরমধ্যে অভিষেক হচ্ছে তানজিমের। 

জিম্বাবুয়ের একাদশে পরিবর্তন হয়েছে দু’টি। ভিক্টর নিয়ুচি ও নিয়াশা মায়াভোর জায়গায় একাদশে সুযোগ হয়েছে উইকেটরক্ষক টাফাডজোয়া সিগা ও ভিনসেন্ট মাসেকেসার। এ ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হচ্ছে মাসেকেসার। 

সিলেটে সিরিজের প্রথম টেস্ট ৩ উইকেটে জিতেছিল জিম্বাবুয়ে। 

এখন পর্যন্ত ১৯ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরমধ্যে সমান ৮টি করে ম্যাচ জিতেছে দু’দল। বাকি তিন টেস্ট ড্র হয়। 

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মোমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, জাকের আলি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানজিম হাসান ও হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ : ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, নিকোলাস ওয়েলচ, সিন উইলিয়ামস, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, টাফাডজোয়া সিগা ও ভিনসেন্ট মাসেকেসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০