কোহলি-ক্রুনালের ব্যাটে শীর্ষে ব্যাঙ্গালুরু

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৫:৫৩


ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : বিরাট কোহলি ও ক্রুনাল পান্ডিয়ার ব্যাটিং নৈপুন্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গতরাতে নিজেদের দশম ম্যাচে ব্যাঙ্গালুরু ৬ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। চতুর্থ উইকেটে ১১৯ রানের দুর্দান্ত জুটি গড়ে ব্যাঙ্গালুরুর জয়ে অবদান রাখেন কোহলি ও ক্রুনাল। 

১০ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল ব্যাঙ্গালুরু। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে দিল্লি।

ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬২ রান করে দিল্লি। দুই ওপেনার অভিষেক পোরেল ২৮ ও ফাফ ডু-প্লেসিস ২২ রান করেন। মিডল অর্ডারে দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন লোকেশ রাহুল। 

শেষ দিকে ট্রিস্টান স্টাবসের ৫টি চার ও ১টি ছক্কায় ১৮ বলে করা ৩৪ রানের কল্যাণে লড়াকু পুঁজি পায় দিল্লি। পেসার ভুবেনেশ্বর কুমার নিয়েছেন ৩ উইকেট। 

জবাবে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ব্যাঙ্গালুরু। চতুর্থ উইকেটে দলের হাল ধরেন কোহলি ও ক্রুনাল। ৮৪ বলে ১১৯ রানের দারুণ জুটিতে ম্যাচ জয়ের পথ পরিস্কার হয় ব্যাঙ্গালুরুর। 

দলের জয় থেকে ১৮ রান দূরে থাকতে থামেন কোহলি। ৪টি চারে ৪৭ বলে ৫১ রান করে টুর্নামেন্টে সর্বোচ্চ সংগ্রাহক এখন এই ডান-হাতি ব্যাটার।

৫টি চার ও ৪টি ছক্কায় ৪৭ বলে অপরাজিত ৭৩ রান করে ম্যাচ সেরা হন ক্রুনাল। শেষ দিকে নেমে ৫ বলে ১৯ রানে অপরাজিত থাকেন টিম ডেভিড। দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল নিয়েছেন ২ উইকেট। 

দিনের প্রথম ম্যাচে লক্ষ্মৌ সুপার জায়ান্টসকে ৫৪ রানে হারিয়েছে মুম্বাই। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে মুম্বাই তৃতীয় স্থানে এবং ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লক্ষ্মৌ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা
প্রস্তুতির চূড়ান্ত পর্বের জন্য সিলেট যাচ্ছেন ক্রিকেটাররা
চট্টগ্রামের মিরসরাইয়ে কার্ভাডভ্যানের চাপায় নারী নিহত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ রাবাদার
উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্পে ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া সচিব
উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্প ব্যয় বাড়ানোর ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া সচিব
পানি উন্নয়ন বোর্ডে নতুন অতিরিক্ত মহাপরিচালকের যোগদান
চট্টগ্রামের ফটিকছড়িতে ৫টি ফার্মেসিকে জরিমানা
যুক্তরাজ্যে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে কুমিল্লা ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন
দ্রুততম সময়ে অনলাইন জিডি সেবা পুনরায় চালু হবে: পুলিশ হেডকোয়ার্টার্স
১০