ফাহাদের বোলিং ও আবরারের সেঞ্চুরিতে সিরিজে সমতা ফেরাল যুবারা

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৯:২১


ঢাকা, ২৮ এপ্রিল ২০২৫ (বাসস) : পেসার আল ফাহাদের দুর্দান্ত বোলিংয়ের পরে জাওয়াদ আবরারের সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 

আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলকে। ফাহাদ ৪৪ রানে ৬ উইকেট নেন। ব্যাটিংয়ে ১৩০ রানের অনবদ্য ইনিংস খেলেন আবরার। সিরিজের প্রথম ম্যাচ ৯৮ রানে হেরেছিল বাংলাদেশ। 

কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। ৪ উইকেটে ১৮৩ রান তুলে ভালো অবস্থায় ছিল তারা। কিন্তু এরপর ফাহাদের বোলিং তোপে ৪৮.৫ ওভারে ২১১ রানে অলআউট হয় শ্রীলংকা। ২৮ রানে শেষ ৬ উইকেট হারায় লংকান যুবারা। এরমধ্যে ৫ উইকেটই নেন ফাহাদ।

শ্রীলংকার হয়ে চামিকা হেনাতিগালা ৫১ ও দিনুরা দামসিথ ৪৭ রান করেন। ৯.৫ ওভার বল করে ৪৪ রানে ৬ উইকেট নেন ফাহাদ। ২ উইকেট নেন ইকবাল হোসেন ইমন।

২১২ রান তাড়া করতে নেমে পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৫ রান করে ফিরেন কালাম সিদ্দিকি। দ্বিতীয় উইকেটে শ্রীলংকার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলে ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৯৩ বল বাকী থাকতে বাংলাদেশকে জয়ের বন্দরে নেন আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম। 

যুব ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়লেন আবরার ও আজিজুল। এতে ভেঙ্গে গেল এনামুল হক ও লিটন দাসের ১৭৯ রানের জুটি। 

১৪টি চার ও ৬টি ছক্কায় ১০৬ বলে ১৩০ রানে অপরাজিত থাকেন আবরার। ৫ চার ও ৩ ছয়ে ৮৯ বলে ৬৯ রানের ইনিংস খেলেন আজিজুল। 

আগামী ১ মে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০