সাদমানের সেঞ্চুরিতে এগিয়ে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৮:০১
সাদমান ইসলাম -ছবি : সংগৃহীত


ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : ওপেনার সাদমান ইসলামের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হাতে নিয়ে ৬৪ রানে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২২৭ রানে জবাবে দিন শেষে ৭ উইকেটে ২৯১ রান করেছে বাংলাদেশ। সাদমান ১২০ রানে আউট হন।

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করেছিল জিম্বাবুয়ে।

দ্বিতীয় দিনের প্রথম বলেই শেষ ব্যাটার ব্লেসিং মুজারাবানিকে আউট করে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম। মুজারাবানি ২ রান করেন। ১৮ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক টাফাডজোয়া সিগা।

তাইজুল ২৭.১ ওভার বোলিং করে ৬০ রানে ৬ উইকেট নেন। এছাড়া নাইম হাসান ২টি ও তানজিম হাসান ১টি উইকেট নেন।

জবাবে দুই ওপেনার সাদমান ও এনামুল হকের দৃঢ়তায় ১১৮ রানের সূচনা পায় বাংলাদেশ। ১৪তম ওভারে ৫০ ও ২৬তম ওভারে দলের রান ১শ পূর্ণ করেন তারা। ৩২ ইনিংস ও ২৮ মাস পর টেস্টের উদ্বোধনী জুটিতে শতরান হল বাংলাদেশের। সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বরে চট্টগ্রামে ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ১২৪ রান তুলেছিলেন জাকির হাসান ও নাজমুল হোসেন।

চা-বিরতির পর ভাঙ্গে বাংলাদেশের উদ্বোধনী জুটি। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এনামুল। তিন বছর পর টেস্ট দলে ফিরে ৪টি চারে ৮০ বলে ৩৯ রান করেন তিনি। ৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি সর্বোচ্চ ব্যক্তিগত রান এনামুলের।

এরপর মোমিনুল হককে নিয়ে রানের চাকা সচল রেখে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন সাদমান। ২৬ ইনিংস পর টেস্টে শতক হাঁকালেন তিনি। সর্বশেষ ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন সাদমান।

সাদমান-মোমিনুলের হাফ-সেঞ্চুরির জুটিতে দ্বিতীয় সেশন ভালোভাবে শেষ করার পথেই ছিল বাংলাদেশ। কিন্তু চা-বিরতির আগে পরপর দু’ওভারে সাদমান ও মোমিনুুলকে হারায় টাইগাররা।

১৬টি চার ও ১টি ছক্কায় ১৮১ বলে ১২০ রান করেন সাদমান। ২টি চার ও ১টি ছক্কায় ৩৩ রানে থামেন মোমিনুল। দ্বিতীয় উইকেটে সাদমান ও মোমিনুল ৭৬ রান যোগ করেন।

১৯৪ রানে তৃতীয় উইকেট পতনের পর হাফ-সেঞ্চুরির জুটিতে বাংলাদেশের লিড নিশ্চিত করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

শেষ বিকেলে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে লড়াইয়ে ফেরান লেগ-স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। ৩টি চার ও ১টি ছক্কায় ২৩ রান করা শান্তকে, উইকেটরক্ষক জাকের আলিকে ৫ এবং টেল-এন্ডার নাইম হাসানকে ৩ রানে শিকার করেন মাসেকেসা। ২৭৯ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। অষ্টম উইকেটে ১২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল। মিরাজ ১৬ ও তাইজুল ৫ রানে অপরাজিত আছেন।

মাসেকেসা ৪৪ রানে নিয়েছেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :

জিম্বাবুয়ে : ২২৭/১০, ৯০.১ ওভার (উইলিয়ামস ৬৭, ওয়েলচ ৫৪, তাইজুল ৬/৬০)।

বাংলাদেশ : ২৯১/৭, ৮৭ ওভার (সাদমান ১২০, মুশফিক ৪০, মাসেকেসা ৩/৪৪)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০