এ মৌসুমে আর মাঠে নামা হচ্ছেনা রুডিগারের

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৮:৩৯


ঢাকা, ২৯ এপ্রিল ২০২৫ (বাসস) : হাঁটুর অস্ত্রোপচারের কারনে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার এন্টোনিও রুডিগার দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন। মঙ্গলবার রুডিগারের হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

শনিবার কোপা ডেল রে’র ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ গোলের পরাজয়ের ম্যাচটিতে ৩২ বছর বয়সী রুডিগার অতিরিক্ত সময়ে  ইনজুরিতে পড়েন। ম্যাচের একেবারে শেষভাগে রেফারির সাথে বিতন্ডায় জড়িয়ে ও রেফারিকে বস্তু ছুঁড়ে মেরে লাল কার্ডও পেয়েছেন। মাঠ ত্যাগের আগে যতক্ষন মাঠে ছিলেন হাঁটুতে বড় ব্যান্ডেজ বেঁধে খেলেছেন।

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আচরণ নিয়ে ক্ষমা চেয়েছেন জার্মানীর এই তারকা ডিফেন্ডার। 

এক বিবৃতিতে মাদ্রিদ বলেছে, ‘আজ আমাদের খেলোয়াড় এন্টোনিও রুডিগারের বাম হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিসের তত্ববধানে অভিজ্ঞ সার্জেন ড. ম্যানুয়েল লেয়েস রুডিগারের অস্ত্রোপচার করেন। খুব শিগগিরই রুডিগার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।’

একটি সূত্র ইএসপিএনকে নিশ্চিত করেছে আগামী দুই মাস হয়তো রুডিগারের আর মাঠে নামা হচ্ছেনা। অর্থাৎ লা লিগার এ মৌসুমে তার আর খেলা হচ্ছেনা। একইসাথে এ বছরের গ্রীষ্মে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপেও তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

ক্লাবের লক্ষ্য প্রাক-মৌসুমে এই সেন্টার-ব্যাক পুরোপুরি সুস্থ করে তোলা। এক্ষেত্রে রিয়াল কোন ধরনের ঝুঁকি নিতে চাইছে না। 

কিন্তু রুডিগার ইনস্টাগ্রামে বলেছেন ক্লাব বিশ্বকাপে মাদ্রিদ ও নেশন্স লিগে জার্মানীর হয়ে মাঠে নামার জন্য সম্ভাব্য যা কিছুর প্রয়োজন সেটাই তিনি করবেন। এ সম্পর্কে রুডিগার পোস্টে লিখেছেন, ‘প্রচন্ড ব্যাথা নিয়ে সাত মাসেরও বেশী সময় ধরে আমি খেলেছি। দূর্ভাগ্যবশত : মেনিসকাসের অস্ত্রোপচার আর এড়াতে পারিনি। এখন আমার আর কোন ব্যাথা নেই এবং অস্ত্রোপচারও সফল হয়েছে। এখন যত দ্রুত সম্ভব আমি মাঠে ফিরতে চাই। নেশন্স লিগ ও ক্লাব বিশ্বকাপের মত বড় দুটি টুর্নামেন্ট আমার সামনে অপেক্ষা করছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কিন্তু এই দুটি টুর্নামেন্টে খেলার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত আছি।’

কোপা ডেল রে’র ফাইনালে প্রাপ্ত লাল কার্ডের ব্যপারে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি এখনো রুডিগারের শাস্তির মেয়াদ সম্পর্কে কিছু জানায়নি। ইতোমধ্যেই এডার মিলিটাও ও ডানি কারভাহালের অনুপস্থিতিতে দীর্ঘদিন ধরেই মাদ্রিদের রক্ষনভাগে একটি শুণ্যতা বিরাজ করছে। এই দুজনই মৌসুমের শুরুতেই এসিএল ইনজুরিতে পড়ে এখনো মাঠে ফিরতে পারেননি। ইনজুরি কাটিয়ে কোপার ফাইনালে মাঠে ফিরে মাত্র আট মিনিটে মধ্যে আবারো সমস্যা দেখা দেয়ায় লেফট-ব্যাক ফারলান্ড মেন্ডিকে মাঠ থেকে উঠিয়ে নেন কোচ কার্লো আনচেলত্তি। গত সপ্তাহে মিডফিল্ডার এডুয়ার্ডো কামনভিনগা গেতাফের বিপক্ষে গুরুতর উরুর ইনজুরিতে পড়েছেন। লেফট-ব্যাক হিসেবে খেলতে নামা কামভিনগা পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে চলে গেছেন। 

লা লিগা টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মাদ্রিদ। হাতে রয়েছে আর মাত্র পাঁচ ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১ হাজার ৩৩৯ জন
প্রতিহিংসা ও প্রতিশোধ শান্তি আনতে পারে না : ডা. শফিকুর রহমান
বাংলাদেশে প্রথমবারের মতো চীনা ক্যালিগ্রাফি প্রদর্শনী
দীপ্ত টেলিভিশনের নিউজ বুলেটিন বন্ধ করে দিয়েছে সরকার বিষয়টি সত্য নয় : বাংলাফ্যাক্ট
সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য তুহিনের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
সমৃদ্ধ প্রজন্ম তৈরিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান
স্বাধীন সাংবাদিকতা বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি : কাদের গনি চৌধুরী
বর্ষা মৌসুমে ডিএনসিসি এলাকাকে সবুজে আচ্ছাদিত করা হবে : ডিএনসিসি প্রশাসক 
১০