সর্বোচ্চ রান এনামুলের, সর্বোচ্চ উইকেট মোসাদ্দেক-রাকিবুলের

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২০:১০ আপডেট: : ২৯ এপ্রিল ২০২৫, ২০:১২

ঢাকা, ২৯ এপ্রিল ২০২৫ (বাসস) : আজ পর্দা নামল ২০২৪-২৫ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) । ১৬ ম্যাচে সর্বোচ্চ ২৮ পয়েন্ট নিয়ে এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

এবারের আসরে সর্বোচ্চ রান করেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটার এনামুল হক বিজয়। ১৪ ম্যাচের ১৪ ইনিংসে ৪টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৮৭৪ রান করেছেন তিনি। গড় ৭৯.৪৫ এবং স্ট্র্রাইক রেট ৯৭.৪৩। এনামুলের সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ১৪৯। 

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য জাতীয় দলে ডাক পাওয়ায় সুপার সিক্সের শেষ দুই ম্যচে খেলতে পারেননি এনামুল। 

দ্বিতীয় সর্বোচ্চ ৭৯৮ রান করেছেন চ্যাম্পিয়ন আবাহনীর পারভেজ হোসেন ইমন। এবারের আসরে ১৬ ইনিংস ব্যাট করে ২টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ইমনের গড় ৬১.৩৮ এবং স্ট্র্রাইক রেট ১০০.০০।

২টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ১১ ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ৬১৮ রান করেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার মোহাম্মদ নাইম।

৬১৪ রান নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন ১৬ ম্যাচ খেলা অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের অমিত হাসান। পঞ্চম স্থানে আছেন অগ্রণী ব্যাংকেরই ইমরুল কায়েস। ১৪ ম্যাচে ৫৬৯ রান করেছেন তিনি। 

বোলিংয়ের এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন আবাহনী দুই স্পিনার মোসাদ্দেক হোসেন ও রাকিবুল হাসান। দু’জনই ১৬ ম্যাচ খেলে সমান ৩০টি উইকেট নিয়েছেন। আবার দু’জনই ৫১২ রান করে খরচ করেছেন। ডান-হাতি মোসাদ্দেক ১২৬.৪ ওভার এবং বাঁ-হাতি রাকিবুল ১৩২.১ ওভার বোলিং করেছেন। মোসাদ্দেকের ইকোনমি ৪.০৪ এবং রাকিবুলের ইকোনমি ৩.৮৭। 

১৪ ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন রানার্স-আপ মোহামেডানের পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। ১১২.৪ ওভার বল করে ৫.২৭ ইকোনমিতে ৫৯৪ রান দিয়েছেন তিনি। 

এরপর সমান ২৩টি করে উইকেট নিয়েছেন দুই বাঁ-হাতি স্পিনার মোহামেডানের তাইজুল ইসলাম এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের আরিফ আহমেদ। তাইজুল ১১ ও আরিফ ১৪ ম্যাচ খেলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০