সর্বোচ্চ রান এনামুলের, সর্বোচ্চ উইকেট মোসাদ্দেক-রাকিবুলের

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২০:১০ আপডেট: : ২৯ এপ্রিল ২০২৫, ২০:১২

ঢাকা, ২৯ এপ্রিল ২০২৫ (বাসস) : আজ পর্দা নামল ২০২৪-২৫ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) । ১৬ ম্যাচে সর্বোচ্চ ২৮ পয়েন্ট নিয়ে এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

এবারের আসরে সর্বোচ্চ রান করেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটার এনামুল হক বিজয়। ১৪ ম্যাচের ১৪ ইনিংসে ৪টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৮৭৪ রান করেছেন তিনি। গড় ৭৯.৪৫ এবং স্ট্র্রাইক রেট ৯৭.৪৩। এনামুলের সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ১৪৯। 

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য জাতীয় দলে ডাক পাওয়ায় সুপার সিক্সের শেষ দুই ম্যচে খেলতে পারেননি এনামুল। 

দ্বিতীয় সর্বোচ্চ ৭৯৮ রান করেছেন চ্যাম্পিয়ন আবাহনীর পারভেজ হোসেন ইমন। এবারের আসরে ১৬ ইনিংস ব্যাট করে ২টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ইমনের গড় ৬১.৩৮ এবং স্ট্র্রাইক রেট ১০০.০০।

২টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ১১ ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ৬১৮ রান করেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার মোহাম্মদ নাইম।

৬১৪ রান নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন ১৬ ম্যাচ খেলা অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের অমিত হাসান। পঞ্চম স্থানে আছেন অগ্রণী ব্যাংকেরই ইমরুল কায়েস। ১৪ ম্যাচে ৫৬৯ রান করেছেন তিনি। 

বোলিংয়ের এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন আবাহনী দুই স্পিনার মোসাদ্দেক হোসেন ও রাকিবুল হাসান। দু’জনই ১৬ ম্যাচ খেলে সমান ৩০টি উইকেট নিয়েছেন। আবার দু’জনই ৫১২ রান করে খরচ করেছেন। ডান-হাতি মোসাদ্দেক ১২৬.৪ ওভার এবং বাঁ-হাতি রাকিবুল ১৩২.১ ওভার বোলিং করেছেন। মোসাদ্দেকের ইকোনমি ৪.০৪ এবং রাকিবুলের ইকোনমি ৩.৮৭। 

১৪ ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন রানার্স-আপ মোহামেডানের পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। ১১২.৪ ওভার বল করে ৫.২৭ ইকোনমিতে ৫৯৪ রান দিয়েছেন তিনি। 

এরপর সমান ২৩টি করে উইকেট নিয়েছেন দুই বাঁ-হাতি স্পিনার মোহামেডানের তাইজুল ইসলাম এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের আরিফ আহমেদ। তাইজুল ১১ ও আরিফ ১৪ ম্যাচ খেলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি
২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১ হাজার ৩৩৯ জন
প্রতিহিংসা ও প্রতিশোধ শান্তি আনতে পারে না : ডা. শফিকুর রহমান
বাংলাদেশে প্রথমবারের মতো চীনা ক্যালিগ্রাফি প্রদর্শনী
দীপ্ত টেলিভিশনের নিউজ বুলেটিন বন্ধ করে দিয়েছে সরকার বিষয়টি সত্য নয় : বাংলাফ্যাক্ট
সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য তুহিনের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
সমৃদ্ধ প্রজন্ম তৈরিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান
স্বাধীন সাংবাদিকতা বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি : কাদের গনি চৌধুরী
বর্ষা মৌসুমে ডিএনসিসি এলাকাকে সবুজে আচ্ছাদিত করা হবে : ডিএনসিসি প্রশাসক 
১০