মৌসুম শেষ রাশফোর্ডের

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২০:১৩
মার্কোস রাশফোর্ড -ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ এপ্রিল ২০২৫ (বাসস) : হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এ্যাস্টন ভিলার হয়ে মৌসুমের বাকি সময়টা আর খেলা হচ্ছেনা মার্কোস রাশফোর্ডের। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

শনিবার এফএ কাপের সেমিফাইনালে ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-০ গোলে পরাজয়ের ম্যাচটিতে ইনজুরির কারণে রাশফোর্ডকে বিবেচনা করেননি কোচ উনাই এমেরি।  

ম্যাচ শেষে এমেরি বলেছেন আগামী কয়েক সপ্তাহের জন্য রাশফোর্ডের আর মাঠে নামা হচ্ছেনা। এ বছরের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে এ্যাস্টন ভিলায় খেলতে এসেছেন রাশফোর্ড। 

চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ থেকে বিদায়ের পর ভিলার সামনে এখন আর মাত্র প্রিমিয়ার লিগের চারটি ম্যাচ বাকি রয়েছে। আগামী মৌসুমে ইউরোপীয়ান আসরে নিজেদের জায়গা ধরে রাখার জন্য এখনো লড়াই চালিয়ে যাচ্ছে ভিলা। 

২৭ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড রাশফোর্ড ইউনাইটেড ম্যানেজার রুবেন আমোরিমের দলেও সাইডলাইনে ছিলেন। কিন্তু বার্মিংহামে ফিরে নিজেকে নতুনভাবে প্রমান করেছেন। এ পর্যন্ত চারটি গোল ছাড়াও ছয়টি এ্যাসিস্ট করেছেন রাশফোর্ড। 

কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডের সাথে তার এখনো চুক্তির তিন বছর বাকি থাকলেও ইতোমধ্যেই সেখানকার ভবিষ্যত নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। 

গত মাসে ইংল্যান্ডের নতুন ম্যানেজার থমাস টাচেল রাশফোর্ডকে জাতীয় দলে ডেকেছিলেন। আলবেনিয়া ও লাটভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুটিতে রাশফোর্ড মূল দলেই খেলেছেন। 

আগামী ৭ জুন এ্যান্ডোরার বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড। তিনদিন পর সেনেগালের বিপক্ষে ঘরের মাঠে প্রীতি ম্যাচ খেলবে টাচেলের শিষ্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০