নারাইনের অলরাউন্ড নৈপুণ্যে প্লে-অফ দৌড়ে টিকে থাকল কলকাতা

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৫:৪৮
সুনীল নারাইন -ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫ (বাসস) : সুনীল নারাইনের অলরাউন্ড নৈপুণ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফ দৌড়ে টিকে থাকল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। গতরাতে নিজেদের দশম ম্যাচে কলকাতা ১৪ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। ফলে ১০ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে কলকাতা। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে দিল্লি ক্যাপিটালস। 

দিল্লির মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩ ওভারে ৪৮ রান পায় কলকাতা। উদ্বোধনী জুটিতে ১২ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ২৬ রান করেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। 

দ্বিতীয় উইকেটেও মারমুখী মেজাজে রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার নারাইন ও অধিনায়ক অজিঙ্কা রাহানে। দলীয় ৯১ রানের মধ্যে সাজঘরে ফিরেন দুজনেই।

২টি করে চার-ছক্কায় নারাইন ১৬ বলে ২৭ এবং ৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ১৪ বলে ২৬ রান করেন রাহানে। 

মিডল অর্ডারে ভেঙ্কটেশ আইয়ার ৭ রানে ফিরলেও, অঙ্গকৃশ রঘুবংশীর ৩২ বলে ৪৪, রিঙ্কু সিংয়ের ২৫ বলে ৩৬ এবং আন্দ্রে রাসেলের ৯ বলে ১৭ রানের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ২০৪ রানের বড় সংগ্রহ পায় কলকাতা। ৩ উইকেট নিয়েছেন পেসার মিচেল স্টার্ক। 

জবাবে ৬০ রানে ৩ উইকেট পতনের পর ওপেনার ফাফ ডু-প্লেসিস ও অধিনায়ক অক্ষর প্যাটেলের ৪২ বলে ৭৬ রানের জুটিতে লড়াইয়ে টিকে ছিল দিল্লি। কিন্তু ১০ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৯০ রানের বেশি তুলতে পারেনি দিল্লি। 

৭টি চার ও ২টি ছক্কায় ৪৫ বলে সর্বোচ্চ ৬২ রান করেন ডু-প্লেসিস। পাঁচ নম্বরে নেমে ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে ২৩ বলে ৪৩ রান করেন প্যাটেল। শেষ দিকে ১৯ বলে ৩৮ রান করে দিল্লির হারের ব্যবধান কমান ভিপরাজ নিগাম। 

নারাইন ৩টি ও বরুণ চক্রবর্তী ২ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন নারাইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০