আর্সেনালের ফিরে আসার ব্যাপারে আশাবাদী রায়া

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৬:৪৯
ডেভিড রায়া -ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫ (বাসস) : পিএসজির কাছে সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলে পরাজয়ের পরও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালের খেলার ব্যাপারে দারুন আশাবাদী গোলরক্ষক ডেভিড রায়া।

মঙ্গলবার এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের চার মিনিটে ওসমানে ডেম্বেলের গোলে পিএসজির জয় নিশ্চিত হয়। প্রথমার্ধে পিএসজি আধিপত্য দেখালেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি। গনসালো রামোস ও ব্র্যাডলি বারকোলা প্রথমার্ধের শেষের দিকে দুটি সহজ সুযোগ হাতছাড়া করেছেন। 

ফরাসি চ্যাম্পিয়নরা অবশ্য এই জয়ে গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমার প্রশংসা করতেই পারে। গ্যাব্রিয়েল মার্টিনেলি ও লিনড্রো টোসার্ডের দুটি প্রচেষ্টা ডোনারুমা রুখে না দিলে ম্যাচের ফলাফল হয়তো ভিন্ন হতে পারতো। 

আগামী ৭ মে পার্ক ডি প্রিন্সেসে ফিরতি লেগের ম্যাচটির জন্য মুখিয়ে আছে আর্সেনাল গোলরক্ষক রায়া। এ সম্পর্কে স্প্যানিশ এই গোলরক্ষক বলেন, ‘তারা গোল দিয়ে ম্যাচ শুরু করেছিল। এখানেই আমরা পিছিয়ে পড়ি। ১৫-২০ মিনিট পর্যন্ত পিএসজি আধিপত্য দেখিয়েছে। কিন্তু এরপর ম্যাচের প্রায় বেশীরভাগ সময়ই আমাদের নিয়ন্ত্রনে ছিল। আমরাই বেশী সুযোগ তৈরী করেছি। এখন মাত্র অর্ধেক খেলা হয়েছে। আমরা পুরো বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছি। তারা অনেক ভাল দল। কিন্তু আমরাও পিছিয়ে নেই। এই ম্যাচটি আমরাও জিততে পারতাম। আমরা জানি ম্যাচের পজিশন পিএসজিই বেশি নিয়েছে। তারাও গোলের সুযোগ পেয়েছে, তার থেকে একটি গোলও পেয়েছে। আমরা সুযোগ তৈরী করে গোলের দেখা পাইনি।’

২০১৬ সালে শেষ ষোলতে বার্সেলোনার বিরুদ্ধে ২-০ ব্যবধানে পরাজয়ের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে কোন ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছে আর্সেনাল। একইসাথে এমিরেটসে ১৮টি ইউরোপীয়ান ম্যাচে এটাই তাদের প্রথম পরাজয়।

যদিও উত্তর লন্ডনের দলটি দ্বিতীয় লেগে ঘানার মিডফিল্ডার থমাস পার্টিকে দলে পাচ্ছে। যে কারনে ডিক্লান রাইসের সাথে আক্রমনভাগের শক্তি আরো বৃদ্ধি পেয়েছে। নিষেধাজ্ঞার কারনে প্রথম লেগের ম্যাচে অনুপস্থিত ছিলেন পার্টি। 

রিয়াল মাদ্রিদকে কোয়ার্টার ফাইনালে উড়িয়ে দেয়া আর্সেনালের পারফরমেন্সে দারুন সন্তুষ্ট রায়া। প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ে সম্ভাব্য সবকিছুই করতে চান এই গোলরক্ষক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু 
পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজশাহীতে অনুমোদনহীন বেকারিকে জরিমানা
ইরানে হত্যার দায়ে ১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা উচিত নয় : জার্মান চ্যান্সেলর
চাঁদপুর আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন
চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা আব্বাস
পাবনার প্রত্যন্ত চতরা বিলাঞ্চলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, দুই জন আটক
‘নগরীর ফুসফুস’ খ্যাত ধর্মসাগর দিঘির সৌন্দর্য বৃদ্ধিতে ৪৮ কোটি টাকার প্রকল্প গ্রহণ
১০