৮ম আন্তঃহল কারাতে প্রতিযোগিতায় জহুরুল হক হল, সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৯:৪৪ আপডেট: : ৩০ এপ্রিল ২০২৫, ১৯:৫৩


ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় ৮ম আন্তঃহল কারাতে প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল চ্যাম্পিয়ন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল রানার্স আপ হয়েছে।

ছাত্রীদের গ্রুপে কবি সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন এবং রোকেয়া হল রানার্স আপ হয়।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জিমন্যেসিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো ও কারাতে কমিটির সভাপতি অধ্যাপক ড. উপমা কবিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন এবং ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়াসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ২টি স্বর্ণ ও ১টি তাম্রসহ মোট ১১ পয়েন্ট অর্জন করেছে। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ২টি স্বর্ণসহ ১০ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়। কবি সুফিয়া কামাল হল ৩টি স্বর্ণ ও ১টি তাম্রসহ ১৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন এবং রোকেয়া হল ১টি স্বর্ণ ও ১টি রৌপ্যসহ ৮ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০