আজিজুলের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

বাসস
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ২০:৪৪ আপডেট: : ০১ মে ২০২৫, ১২:০০


ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : অধিনায়ক আজিজুল হাকিমের অলরাউন্ড নৈপুণ্যে শ্রীলংকার বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 

আজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ বৃষ্টি আইনে ৩৯ রানে হারিয়েছে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলকে। ব্যাট হাতে ৬৭ রান করার পর বল হাতে ২ উইকেট নেন আজিজুল। 

সিরিজের প্রথম ম্যাচ ৯৮ রানে হারলেও দ্বিতীয় ওয়ানডে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশের যুবারা।

কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের মাঝপথে বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে ৫০ ওভারের ম্যাচ ২৮ ওভার নির্ধারণ করা হয়। 

অধিনায়ক আজিজুলের হাফ-সেঞ্চুরিতে ২৮ ওভারে ২ উইকেটে ১৪৪ রান করে বাংলাদেশ। অধিনায়ক আজিজুল ৩টি চার ও ২টি ছক্কায় ৮৪ বলে ৬৭ রান এবং রিজান হোসেন ৩৮ বলে ২৪ রান তুলে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার জাওয়াদ আবরার ৩৫ বলে ৩৮ রান করেন। 

বৃষ্টি আইনে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট পায় শ্রীলংকা। জবাবে ৫১ রানে ৫ উইকেট হারায় লংকানরা। পরবর্তীতে শুরুর ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি স্বাগতিকরা। ২২

ওভারে ৭ উইকেটে ১২০ রান তোলার পর আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। এরপর আর খেলা শুরু সম্ভব না হলে বৃষ্টি আইনে ৩৯ রানে জয় পায় বাংলাদেশ।

শ্রীলংকার হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন কাভিজা গামাগে। আল ফাহাদ ও আজিজুল ২টি করে উইকেট নেন। 

আগামী ৩ মে সিরিজের চতুর্থ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০