৫০ বছরে ইয়ামালের মত খেলোয়াড় একবারই জন্ম নেয়

বাসস
প্রকাশ: ০১ মে ২০২৫, ১৬:৫৬

ঢাকা, ১ মে ২০২৫ (বাসস) : বার্সেলোনার টিনএজ উইঙ্গার লামিন ইয়ামালের প্রশংসা করে ইন্টার মিলান কোচ সিমোনে ইনজাগি বলেছেন তার মত খেলোয়াড় ৫০ বছরে একবারই জন্ম নেয়। বুধবার বার্সেলোনার সাথে তার দল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ৩-৩ গোলে ড্র করার পর ইনজাগি এমন মন্তব্য করেছেন।

১৭ বছর বয়সী ইয়ামাল বার্সেলোনার জার্সিতে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন। তার দুর্দান্ত গোলে কাতালান জায়ান্টরা দুই গোলে পিছিয়ে থাকার পর ম্যাচে ফেরার আত্মবিশ্বাস খুঁজে পায়। 

ইন্টার বস ইনজাগি বলেন, ‘ইয়ামাল স্পষ্ট ভাবে এমন এক প্রতিভা যার জন্ম ৫০ বছরে একবারই হয়। এ ধরনের প্রতিভা সত্যিকার অর্থেই আমি আগে কখনো দেখিনি। আজ প্রথমবারের মত আমি তার খেলা সামনে থেকে দেখেছি। সে আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আমরা দুজন দিয়েও তাকে আটকাতে পারিনি। যে কারনে মাঠের অপর পজিশনগুলোতে আমাদের খেলোয়াড় সঙ্কট দেখা দেয়। আজকের পারফরমেন্সে আমরা গর্বিত। কিন্তু ইয়ামালের পারফরমেন্সে সত্যিই অতুলনীয়।’

দ্বিতীয়ার্ধে ইন্টার ইয়ামালকে কিছু সময়ের জন্য আটকে দিয়েছিল। এ সম্পর্কে ইনজাগি বলেন, ‘আমরা কিছুটা মানিয়ে উঠতে পেরেছিলাম। এজন্য ইয়ামালের থেকে আমাদের ভাল খেলতে হয়েছে। যা মোটেই সহজ ছিলনা।’

অধিনায়ক লটারো মার্টিনেজের ইনজুরি নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করে ইনজাগি বলেছেন দ্বিতীয় লেগের আগে তার সুস্থতা নিয়ে সম্ভাব্য সবকিছুই করা হবে। 

বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকও ইয়ামালের প্রশংসা করে বলেছেন, ‘আমি সত্যিই খুশী, ৫০ বছরে তার মত একজন প্রতিভা বার্সেলোনায় এসেছে। প্রথমার্ধে সে আমার দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বেশ কয়েকটি সুযোগ তৈরী করেছে এবং প্রথম গোলও পেয়েছে। বড় ম্যাচে এই ধরনের খেলোয়াড়দের মান যাচাই করা যায়। সে সত্যিই অসাধারণ একজন খেলোয়াড়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০