২০২৬ নারী টি২০ বিশ্বকাপের ফাইনাল হবে লর্ডসে

বাসস
প্রকাশ: ০১ মে ২০২৫, ১৭:০১

ঢাকা, ১ মে ২০২৫ (বাসস) : আগামী বছর ৫ জুলাই আইসিসি নারী টি২০ বিশ্বকাপের ফাইনাল ইংল্যান্ডের ঐতিহাসক লর্ডসে অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

১২ দলের বর্ধিত এই টুর্ণামেন্টে ২৪ দিনে ৩৩টি ম্যাচের আরো ছয়টি ভেন্যু নিশ্চিত করেছে আয়োজক ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ভেন্যুগুলো হলো ওল্ড ট্র্যাফোর্ড, হেডিংলি, এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, দ্য ওভাল ও ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড। এর আগে ২০১৭ সালে ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনাল লর্ডসে অনুষ্ঠিত হয়েছিল। সেবারের ফাইনালে ভারতকে হারিয়ে স্বাগতিক ইংল্যান্ড শিরোপা জিতেছিল। ঐ আসরে ছিল আটটি দল, অন্য ভেন্যুগুলো ছিল ডার্বি, লিস্টার, ব্রিস্টল ও টনটন। শেষের দুটি ভেন্যুতে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে বিশ্বব্যপী নারী ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় দর্শক সংখ্যাও বেড়েছে। ২০২৬ সালের বিশ্বকাপে বিভিন্ন ভেন্যুতে দর্শক আসন পূরণের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। নারী ক্রিকেটকে মূলধারার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলার জন্য আইসিসিও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। 

গত অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে ১০ দলের টুর্নামেন্টে বিজয়ী হয়ে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ইংল্যান্ডে আগামী বছর খেলতে নামবে নিউজিল্যান্ড। 

২০২৬ বিশ্বকাপে ইতোমধ্যেই আটটি দল তাদের অবস্থান নিশ্চিত করেছে। দুই গ্রুপে প্রথম পর্ব শেষে হবে নক আউট পর্ব। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল খেলবে দুই গ্রুপে, বাছাইপর্ব থেকে উঠে আসবে আরো চার দল। গত বছরের বিশ্বকাপ পারফরমেন্সের মাধ্যমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি খেলবে। অক্টোবর পর্যন্ত আইসিসি নারী টি২০ র‌্যাঙ্কিংয়ে এরপরের তালিকায় থাকা পাকিস্তান ও শ্রীলংকাও খেলবে আগামী বছর বিশ্বকাপে। 

ইংল্যান্ড এন্ড ওয়েলসে ক্রিকেট বোর্ড প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেছেন আগামী বছরের টি২০ বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত এ যাবতকালের নারীদের সব টুর্নামেন্টকে ছাড়িয়ে যাবে। এ সম্পর্কে তিনি বলেন, ‘নারীদের এত বড় টুর্নামেন্ট এর আগে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়নি। নি:সন্দেহে এর মাধ্যমে আরো দর্শকের সমাগম হবে। যা আগে কখনো হয়নি। নতুন নতুন দর্শক এর মাধ্যমে আকৃষ্ট হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু 
পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজশাহীতে অনুমোদনহীন বেকারিকে জরিমানা
ইরানে হত্যার দায়ে ১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা উচিত নয় : জার্মান চ্যান্সেলর
চাঁদপুর আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন
চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা আব্বাস
পাবনার প্রত্যন্ত চতরা বিলাঞ্চলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, দুই জন আটক
‘নগরীর ফুসফুস’ খ্যাত ধর্মসাগর দিঘির সৌন্দর্য বৃদ্ধিতে ৪৮ কোটি টাকার প্রকল্প গ্রহণ
১০