ইতালিয়ান ওপেনে খেলছেন না জকোভিচ

বাসস
প্রকাশ: ০১ মে ২০২৫, ১৭:০৯

ঢাকা, ১ মে ২০২৫ (বাসস) : আগামী ৭-১৮ মে পর্যন্ত রোমে অনুষ্ঠিত ইতালিয়ান ওপেনে খেলছেন না রেকর্ড ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নোভাক জকোভিচ। টুর্নামেন্ট আয়োজক সূত্র এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য নিশ্চিত করেছে।

৩৭ বছর বয়সী জকোভিচের নাম প্রত্যাহারের কারন অবশ্য উল্লেখ করেনি আয়োজকরা। 

২০২২ সালে সর্বশেষ মাস্টার্স এই টুর্ণামেন্টে বিজয়ী জকোভিচ এ পর্যন্ত ছয়বার শিরোপা জয় করেছেন। সর্বশেষ প্যারিস অলিম্পিকে গত বছর স্বর্ণ জয় করেছিলেন জকোভিচ। এরপর আর কোন শিরোপার দেখা পাননি। 

এ বছরের শুরুটাও ভাল হয়নি। গত মাসে মিয়ামি ওপেনের ফাইনালে চেক টিনএজার জাকু মেনসিকের কাছে পরাজিত হয়েছেন। এরপর মন্টে কার্লো ও মাদ্রিদে আগেভাগেই বিদায় নিয়েছেন। ইতালিয়ান মাত্তেও আরনালডির কাছে পরাজিত হয়ে শনিবার মাদ্রিদ ওপেন থেকে বিদায় নিয়েছেন। 

ক্লে কোর্ট মৌসুম শুরু হবার আগে বিশ্বের পাঁচ নম্বর খেলোয়াড় জকোভিচ বলেছেন চোখের প্রদাহ নিয়ে তিনি বেশ সমস্যায় আছেন। শিরোপা বিহীন থাকার ক্যারিয়ারের নতুন অধ্যায়ের সাথে এখন তিনি মানিয়ে নেবার চেষ্টা করছেন। 

মাদ্রিদ ওপেন থেকে বিদায় নেবার পর জকোভিচ ইঙ্গিত দিয়েছেন স্প্যানিশ রাজধানীতে এটাই হয়তো তার শেষ ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০