ফাইনালের পথে এগিয়ে গেল ম্যান ইউ-টটেনহ্যাম

বাসস
প্রকাশ: ০২ মে ২০২৫, ১৭:২১

ঢাকা, ২ মে ২০২৫ (বাসস) : ইউরোপা ফুটবল লিগে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম হটস্পার। 

গতরাতে সেমিফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার ৩-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিক ক্লাবকে। আরেক সেমিতে টটেনহ্যাম ৩-১ গোলে জয় পায় বোডো/গ্লিমটের বিপক্ষে। 

অ্যাথলেটিকের মাঠে প্রথম গোলের জন্য ৩০ মিনিট অপেক্ষা করতে হয় ম্যানচেস্টারকে। ৩০ মিনিটে ম্যান ইউকে প্রথম গোল এনে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। 

৭ মিনিট পরই গোলের ব্যবধান দ্বিগুণ করেন ম্যান ইউ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। পেনাল্টি বক্সের ভেতর রাসমাস হোলান্ডকে ফাউল করে লাল কার্ড দেখেন অ্যাথলেটিকের দানি ভিভিয়ান। ফলে পেনাল্টি পায় ম্যান ইউ। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ফার্নান্দেজ।

প্রথমার্ধের শেষ মিনিটে অ্যাথলেটিকের জালে তৃতীয়বারের বল পাঠায় ম্যান ইউ। এবারও গোলের মালিক ফার্নান্দেজ। ৩-০ গোলে এগিয়ে ম্যাচের প্রথমার্ধ শেষ করে ম্যান ইউ। 

দ্বিতীয়ার্ধের গোলের জন্য মরিয়া হয়ে খেলেও,ম্যান ইউর জালে বল পাঠাতে পারেনি অ্যাথলেটিক। এসময় আক্রমণের চেয়ে রক্ষণাত্মক পরিকল্পনায় খেলেছে ম্যান ইউ। শেষ পর্যন্ত প্রথমার্ধে দেওয়া তিন গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান ইউ। 

বড় জয়ের পরও ফাইনাল নিয়ে নিশ্চিন্ত থাকতে চান না ম্যান ইউ কোচ রুবেন আমোরিম। তিনি বলেন, ‘প্রথম লেগে দারুণ জয় পেয়েছি আমরা। কিন্তু ফাইনাল নিয়ে এখনই নিশ্চিত হতে পারছি না। দ্বিতীয় লেগে আরও ভালো ফুটবল খেলতে হবে আমাদের। এখন আমাদের মূল ভাবনা দ্বিতীয় লেগ নিয়ে। ঐ ম্যাচ জিতেই আমরা ফাইনাল খেলতে চাই।’

সেমিফাইনালের আরেক ম্যাচে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমটের বিপক্ষে প্রথম মিনিটেই গোল পেয়ে যায় টটেনহ্যাম। গোলটি করেন ব্রেননান জনসন। ৩৪ মিনিটে টটেনহ্যামকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন জেমস ম্যাডিসন। এই স্কোর নিয়ে ম্যাচের প্রথম ভাগ শেষ করে টটেহ্যাম। 

ম্যাচের ৬১ মিনিটে পেনাল্টি থেকে টটেনহ্যামকে ৩-০ গোলে এগিয়ে দেন ডোমিনিক সোলাঙ্কে। 

ম্যাচের শেষ সময়ে প্রথম গোল পায় বোডো/গ্লিমট। ৮৩ মিনিটে উলরিক সাল্টনেসের গোলে ব্যবধান কমায় সফরকারীরা। শেষ পর্যন্ত ৩-১ গোলে ম্যাচ জিতে নেয় টটেনহ্যাম। 

আগামী ৯ মে সেমিফাইনালের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০