মিউনিখ ছাড়ছেন ডায়ার

বাসস
প্রকাশ: ০২ মে ২০২৫, ২০:১৮
এরিক ডায়ার -ছবি : সংগৃহীত

ঢাকা, ২ মে ২০২৫ (বাসস) : জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ ডিফেন্ডার এরিক ডায়ার। ক্লাবের দেওয়া নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। বিষয়টি  নিশ্চিত করেছেন বায়ার্ন মিউনিখের ক্রীড়া পরিচালক ক্রিস্টোফ ফ্রিয়ান্ড।

২০১৪ সালে টটেনহ্যাম হটস্পারে যোগ দেন ডায়ার। দশ বছর পর ২০২৪ সালের জানুয়ারিতে টটেনহ্যাম ছেড়ে এক বছরের চুক্তিতে বায়ার্ন মিউনিখে যোগ দেন তিনি।

চলতি মৌসুম পর্যন্ত ক্লাবের সাথে চুক্তি আছে ডায়ারের। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরই মিউনিখ ছাড়বেন এই ডিফেন্ডার।

মিউনিখের সাথে ডায়ার আর থাকতে চান না বলে জানিয়েছেন ফ্রিয়ান্ড। তিনি বলেন. ‘নতুন চুক্তি নিয়ে আমরা ডায়ারের সাথে আলোচনা করেছি। কিন্তু সে নতুনভাবে চুক্তি করতে চায় না এবং মিউনিখ ছাড়তে চায়।’

ডায়ারের প্রশংসা করে ফ্রিয়ান্ড আরও বলেন, ‘সে দারুণ একজন মানুষ। আমরা খুব ভালো সময় কাটিয়েছি। আশা করি, আমাদের সাথে ক্যারিয়ারের প্রথম শিরোপা উপভোগ করতে পারবে সে।’

জাতীয় দল ও ক্লাব মিলিয়েই ক্যারিয়ারের প্রথম ট্রফি জয়ের খুব কাছে আছেন ডায়ার। বুন্দেস লিগায় ৩১ ম্যাচ শেষে ২৩ জয় ও ৬ ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা লেভারকুজেনের সংগ্রহে আছে ৬৭ পয়েন্ট।

লিগে আর মাত্র একটি ম্যাচ জিতলেই রেকর্ড ৩৪তম বারের মত শিরোপা ঘরে তুলবে বায়ার্ন মিউনিখ।

২০১৫ এবং ২০২১ সালে কারাবাও কাপের ফাইনাল এবং ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে টটেনহ্যামের হয়ে খেলেছিলেন ডায়ার। দু’বারই রানার্স-আপ হয়েছিল টটেনহ্যাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০