আইপিএল: হায়দারাবাদকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠল গুজরাট

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৬:২৬
নিজেদের দশম ম্যাচে ৩৮ রানে সানরাইজার্স হায়দারাবাদকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠল গুজরাট টাইটান্স -ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ মে ২০২৫ (বাসস) : ব্যাটার-বোলারদের দারুণ নৈপুন্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সপ্তম জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল গুজরাট টাইটান্স। গতরাতে নিজেদের দশম ম্যাচে গুজরাট ৩৮ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দারাবাদকে। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফের দৌড়ে ভালোভাবে টিকে আছে গুজরাট। ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে আছে হায়দারাবাদ। 

আহমেদাবাদে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাটকে ৪১ বলে ৮৭ রানের শুরু এনে দেন দুই ওপেনার সাই সুদর্শন ও অধিনায়ক শুভমান গিল। ৯টি চারে ২৩ বল খেলে ৪৮ রানে আউট হন সুদর্শন। এই ইনিংসে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫৪ ইনিংসে ২ হাজার রান স্পর্শ করেন তিনি। যা ভারতীয়দের মধ্যে দ্রুততম। ৫৯ ইনিংসে ২ হাজার রান করা শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙ্গেন সুদর্শন।   

দ্বিতীয় উইকেটে জশ বাটলারের সাথে ৩৭ বলে ৬২ রানের জুটি গড়ার পথে এবারের লিগে পঞ্চম ও টানা তৃতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন গিল। ১০টি চার ও ২টি ছক্কায় ৩৮ বলে ৭৬ রান করেন গিল। 

গিল ফেরার পর বাটলারের সাথে ৩৭ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় সাজানো ৬৪ রানের ইনিংসের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ২২৪ রানের বড় সংগ্রহ পায় গুজরাট। হায়দারাবাদের পেসার জয়দেব উনাদকট ৩টি উইকেট নেন। 

জবাবে ২৭ বলে ৪৯ রানের সূচনা করেন হায়দারাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। হেড ২০ রানে আউট হলেও হায়দাবাদের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন অভিষেক। কিন্তু ১৫ থেকে ১৭তম ওভারের মধ্যে ৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে হায়দারাবাদ। 

১৪৫ রানে ষষ্ঠ উইকেট পতনের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি হায়দারাবাদ। ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান তুলে ম্যাচ হারে তারা। 

৪টি চার ও ৬টি ছক্কায় হায়দারাবাদের পক্ষে ৪১ বলে সর্বোচ্চ ৭৪ রান করেন অভিষেক। এছাড়া হেনরিচ ক্লাসেন ২৩ ও নিতিশ কুমার রেড্ডি ২১ রান করেন। 
মোহাম্মদ সিরাজ ৩৩ রানে ও প্রসিদ্ধ কৃষ্ণা ১৯ রানে ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন কৃষ্ণা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০