১০ বছর ও ৪৭২ ম্যাচের ক্যারিয়ারে সবচেয়ে খরুচে বোলিং রশিদের

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৯:৫৯

ঢাকা, ৩ মে ২০২৫ (বাসস) : গতরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫১তম ম্যাচে গুজরাট টাইটান্স ৩৮ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দারাবাদকে। 

ঐ ম্যাচে ৩ ওভার বল করে ৫০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন গুজরাটের স্পিনার রশিদ খান। ওভারপ্রতি গড় রান- ১৬.৬৬। ১০ বছরে নিজের ৪৭২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ওভার প্রতি সবচেয়ে বেশি রানের নজির গড়লেন (১ ওভারের বেশি বোলিংয়ের ক্ষেত্রে) আফগানিস্তানের রশিদ। 

আহমেদাবাদে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ২২৪ রান করে গুজরাট। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান করে ম্যাচ হারে হায়দারাবাদ। 

১১তম ওভারে গুজরাটের ছয় নম্বর বোলার হিসেবে আক্রমণে আসেন রশিদ। নিজের প্রথম ওভারে ২টি ছক্কায় ১৫ রান দেন তিনি। ইনিংসের ১৩তম ওভারে দ্বিতীয়বারের মত বোলিংয়ে এসে ১টি করে চার-ছক্কায় ১৪ রান দেন রশিদ। 

১৯তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে আসেন রশিদ। এবার ৩ ছক্কায় ২১ রান দেন রশিদ। ফলে ম্যাচে ৩ ওভারে ওভার প্রতি ১৬.৬৬ গড়ে ৫০ রান দিয়ে কোন উইকেট পাননি রশিদ। দীর্ঘ সময়ের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ওভার প্রতি এত বেশি রান কখনই দেননি রশিদ। 

অন্তত ৩ ওভার বোলিংয়ের ক্ষেত্রে এর আগে সর্বোচ্চ ৪৪ রান দিয়েছিলেন রশিদ। ওভার প্রতি গড় ছিল- ১৪.৬৬। সেটি ২০২৩ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ ছিল। 

এছাড়া এর আগে টি-টোয়েন্টিতে ওভার প্রতি সর্বোচ্চ ১৫ রান দিয়েছিলেন রশিদ। গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ১.৪ ওভারে ২৫ রান দিয়েছিলেন গুজরাটের হয়ে খেলতে নামা রশিদ। 

টি-টোয়েন্টি ক্যারিয়ারে সাতবার অন্তত ৫০ রান দিয়েছেন রশিদ। সবগুলোতেই ৪ ওভার করে বল করেছিলেন তিনি। এবারই প্রথম ৩ ওভার বল করে ৫০ রান দিলেন। 

চলতি আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৩৭ ওভার বল করে ৩৫২ রানে ৭ উইকেট শিকার করেছেন রশিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের সাক্ষাৎ
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
১০