ক্রীড়াঙ্গনে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

বাসস
প্রকাশ: ০৩ মে ২০২৫, ২০:৪৯

ঢাকা, ৩ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন (ডিডিএসওএ) নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আজ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে ডিডিএসওএ’র ৪৪ সদস্য বিশিষ্ঠ এ্যাডহক কমিটির ঘোষনা দেয়া হয়।

এই কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন কিশোরগঞ্জ ও ঢাকা মোহামেডানের সংগঠক শরীফুল আলম। সদস্য সচিব বগুড়া জেলা ক্রীড়া সংস্থা ও সাঁতার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেয়ান সজল। যুগ্ম আহ্বায়কের মধ্যে অন্যতম হলেন- সাবেক বিসিবি পরিচালক মহিউদ্দিন বুলবুল, আব্দুল কাইয়ুম চৌধুরী, সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপী, এ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার মেজর (অব:) হাফিজউদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ক্রিকেটার তামিম ইকবালসহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকরা।

প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব:) হাফিজউদ্দিন আহমেদ বলেন দেশব্যাপী ক্রীড়াঙ্গনের পরিচিত সংগঠকদের নিয়ে এই কমিটি তৈরী করা হয়েছে। তাদের সুচিন্তিত পরিকল্পনা ও দিক নির্দেশনায় এদেশের ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই ধরনের একটি কমিটি গঠনের জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি অনুষ্ঠানের শুরুতে সংগঠনের যৌক্তিকতা তুলে ধরে বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ক্রীড়াঙ্গন নতুন করে সাজানোর জন্য জেলা ও বিভাগের এই সংগঠন। গত ১৭ বছর আওয়ামী লীগ দেশের অন্য সকল ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও দলীয়করণ করেছে। এতে অনেক সংগঠক দূরে সরে গিয়েছিলেন। যোগ্য ও ক্রীড়াঙ্গনে নিবেদিতপ্রাণ সংগঠকদের একটি প্ল্যাটফর্ম প্রয়োজন। এজন্যই এই সংগঠন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০