শেফার্ডের ব্যাটিং তান্ডবে শীর্ষে উঠল ব্যাঙ্গালূরু

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৫:১১ আপডেট: : ০৪ মে ২০২৫, ১৫:৩১
রোমারিও শেফার্ড -ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ মে ২০২৫ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ডের ব্যাটিং তান্ডবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। 

গতরাতে নিজেদের ১১তম ম্যাচে ব্যাঙ্গালুরু ২ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। ডেথ ওভারে ব্যাট হাতে ১৪ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলেন শেফার্ড। এই জয়ে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে প্লে-অফের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ব্যাঙ্গালুরু। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে চেন্নাই। 

ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫৯ বলে ৯৭ রানের সূচনা করেন ব্যাঙ্গালুরুর দুই ওপেনার জ্যাকব বেথেল ও বিরাট কোহলি। ৮টি চার ও ২টি ছক্কায় ৩৩ বলে ৫৫ রান করে আউট হন বেথেল। 

বেথেল ফেরার পর হাফ-সেঞ্চুরির স্বাদ নেন কোহলি। ১২তম ওভারে দলীয় ১২১ রানে থামেন তিনি। ৫টি করে চার-ছক্কায় ৩৩ বলে ৬২ রান করেন কোহলি। 

দারুণ শুরুর পর মিডল অর্ডারে দ্রুত ৩ উইকেট হারালে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় ব্যাঙ্গালুরুর। ১৮তম ওভারে ১৫৭ রানে ৫ উইকেট পতন হয় তাদের।

কিন্তু ইনিংসের শেষ ১৫ বলে তান্ডব চালান শেফার্ড। ইনিংসের শেষ ডেলিভারিতে ছক্কা মেরে মাত্র ১৪ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। ফলে ২০ ওভারে ৫ উইকেটে ২১৩ রানের সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু। ৪টি চার ও ৬টি ছক্কায় ১৪ বলে অপরাজিত ৫৩ রান করেন শেফার্ড। চেন্নাইয়ের মাথিশা পাথিরানা ৩৬ রানে ৩ উইকেট নেন। 

জবাবে ১৭ বছর বয়সী আয়ুশ মাহাত্রে ও রবীন্দ্র জাদেজার ব্যাটিং দৃঢ়তায় জয়ের লড়াইয়ে টিকে থাকে চেন্নাই। ৫৮ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ৬৪ বলে ১১৪ রান যোগ করেন তারা। ফলে ১৬ ওভারে ১৭০ রানে পৌঁছে যায় চেন্নাই।

প্রথমবারের মত আইপিএল খেলতে নেমে ক্যারিয়ারের চতুর্থ ম্যাচেই সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে মাহাত্রে ৯৪ রানে সাজঘওে ফিরেন। ৯টি চার ও ৫টি ছক্কায় নিজের ইনিংস সাজান মাহাত্রে। 

মাহাত্রের আউটের পর চেন্নাইয়ে জয়ের জন্য লড়াই করেছেন জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি। শেষ ২১ বলে ৪২ রান পূরণ করতে পারেনি চেন্নাই। 

৮টি চার ও ২টি ছক্কায় ৪৫ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন জাদেজা। ৮ বলে ১২ রান করেন ধোনি। ব্যাঙ্গালুরু পেসার লুঙ্গি এনগিডি ৩ উইকেটন নেন। ম্যাচ সেরা হয়েছেন শেফার্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০