ম্যাক্সওয়েলের বদলি ওয়েন

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৬:২০
ম্যাক্সওয়েলের বদলি ওয়েন -ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ মে ২০২৫ (বাসস) : আঙুলের ইনজুরিতে আক্রান্ত অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের বদলি হিসেবে অস্ট্রেলিয়ার প্রতিভাবান খেলোয়াড় মিচেল ওয়েনকে দলে নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস। 

বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলছেন মিডল অর্ডার ব্যাটার ওয়েন। পিএসএলে জালমির মিশন শেষে আইপিএলে যোগ দিবেন ওয়েন।

ছয় দলের টুর্নামেন্টে ৭ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে  রয়েছে পেশোয়ার। লিগ পর্বে আর তিন ম্যাচ বাকী আছে তাদের। 

পেশোয়ার প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করলে ১৮ মে পর্যন্ত পিএসএলে দলের সাথে থাকতে হবে ওয়েনকে। আইপিএলের লিগ পর্বে পাঞ্জাবের শেষ ম্যাচ ১৬ মে। ফলে পাঞ্জাব প্লে-অফে খেলার সুযোগ পেলেই আইপিএলে দেখা যাবে ওয়েনকে। 

২০ মে থেকে শুরু হবে আইপিএলের প্লে-অফ। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকায় প্লে-অফে দৌঁড়ে এগিয়ে আছে পাঞ্জাব।

পিএসএলে পেশোয়ারের হয়ে সাত ম্যাচ খেলেছেন ওয়েন। ৭ ম্যাচের ৬ ইনিংসে ১০১ রান করেছেন তিনি। বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩৪ ম্যাচে ২টি সেঞ্চুরিতে ৬৪৬ রান ও ১০ উইকেট শিকার করেছেন ওয়েন। 

গেল বছর বিগ ব্যাশ টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে আলোচনায় আসেন ২৩ বছর বয়সী ওয়েন। ১১ ম্যাচে ২ সেঞ্চুরিতে ৪৫২ রান করেছিলেন তিনি।

এরমধ্যে ফাইনালে ৪২ বলে ১০৮ রানের অসাধারণ ইনিংস খেলে হোবার্ট হারিকেনসের শিরোপা নিশ্চিত করেন ওয়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০