২০২৬ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন

বাসস
প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৭:৫৩
লিটন দাস -ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ মে ২০২৫ (বাসস) : ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে লিটন দাসকে নির্বাচিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন অফ-স্পিনার মাহেদি হাসান।  

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। 
তিনি বলেন, ‘ভারতে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন। তবে সহ-অধিনায়ক স্থায়ী নয়। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজেই দায়িত্ব পালন করবে মাহেদি।’

এর আগে চারটি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন। এর মধ্যে গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। যা আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ।

সংবাদ সম্মেলনে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অভিজ্ঞ এবং তরুণদের মিশ্রণে দল গড়া হয়েছে।

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া পাঁচ জনের মধ্যে আছেন মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন এবং নাসুম আহমেদ। দলে ফিরিয়ে আনা হয়েছে ছয়জনকে। তবে নতুন কাউকে দলে নেওয়া হয়নি। 

বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), মাহেদি হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। 

দলে ফিরেছেন : শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজু রহমান, তাওহিদ হৃদয় ও নাহিদ রানা।

দল থেকে বাদ পড়েছেন : আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, রিপন মন্ডল, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ (ইনজুরির কারণে)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০