আইপিএল: কলকাতার শ্বাসরুদ্ধকর জয়ের দিন প্লে-অফের আরও কাছে পাঞ্জাব

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৫:১৮
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস -ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ মে ২০২৫ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। 

দিনের প্রথম ম্যাচে কলকাতা ১ রানে হারায় রাজস্থান রয়্যালসকে। এই জয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে প্লে-অফে আশা বাঁচিয়ে রাখল কলকাতা। 

লক্ষ্মৌ সুপার জায়ান্টসকে ৩৭ রানে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে প্লে-অফের আরও কাছে পৌঁছে গিয়েছে পাঞ্জাব। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট আছে পাঞ্জাবের। 

ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে কলকাতা। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রানের টার্গেট পায় কলকাতা।

ইনিংসের ১৩তম ওভারে পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে ৪টি চার ও ৬টি ছক্কায় ২৫ বলে অপরাজিত ৫৭ রান করেন রাসেল। তার আগে অংকৃশ রঘুবংশী ৩১ বলে ৪৪, ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ২৫ বলে ৩৫ এবং অধিনায়ক আজিঙ্কা রাহানে ২৪ বলে ৩০ রান করেন। 

জবাবে ৭১ রানে ৫ উইকেট হারিয়েছে লড়াই থেকে ছিটকে পড়ে রাজস্থান। ষষ্ঠ উইকেটে ৪৮ বলে ৯২ রানের জুটিতে রাজস্থানের জয়ের আশা বাঁচিয়ে রাখেন অধিনায়ক রিয়ান পরাগ ও শিমরোন হেটমায়ার। এরমধ্যে ১৩তম ওভারে স্পিনার মঈন আলির শেষ পাঁচ বলে পাঁচ ছক্কায় ৩২ রান তুলেন পরাগ। 

কিন্তু ১৭৩ রাানের মধ্যে হেটমায়ার-পরাগ আউট হলে চাপে পড়ে রাজস্থান। ৬টি চার ও ৮টি ছক্কায় ৪৫ বলে ৯৫ রান করেন পরাগ। ২৩ বলে ২৯ রান করেন হেটমায়ার। 

শেষ ওভারে প্রয়োজন ছিল ২২ রানের। প্রথম পাঁচ বলে ২টি ছক্কা ও ১টি চারে ১৯ রান তুলেন জোফরা আর্চার ও শুভাম ডুবে। শেষ বলে ৩ রানের দরকার হলে ১ রান নিয়ে রান আউট হন আর্চার। ২০ ওভারে ৮ উইকেটে ২০৫ রান করে ম্যাচ হারে রাজস্থান। মঈন-হার্ষিত ও বরুণ চক্রবর্তী ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন রাসেল।

ধর্মশালায় লক্ষ্মৌর বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২৩৬ রান করে পাঞ্জাব। ওপেনার প্রভসিমরান সিং ৬টি চার ও ৭টি ছক্কায় ৪৮ বলে ৯১ রান করেন। 

২৩৭ রান তাড়া করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ৭ উইকেটে লক্ষ্মৌর ইনিংস শেষ হয় ১৯৯ রানে। আয়ুশ বাদোনি ৪০ বলে ৭৪ রান করেন। পাঞ্জাবের পেসার আর্শদীপ সিং ১৬ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন প্রভসিমরান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০