জয়ের সুযোগ হাতছাড়া বাংলাদেশ ইমার্জিং নারী দলের

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৮:৪২


ঢাকা, ৬ মে, ২০২৫ (বাসস) : সিরিজের প্রথম ওয়ানডেতে ১৮০ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের ভালো সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ ইমার্জিং নারী দল। কিন্তু ষষ্ঠ উইকেটে প্রোটিয়া দুই ব্যাটার ফায়ে টুনিক্লিফ ও এলিজ মারি মার্কসের ৯৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় বঞ্চিত হয় বাংলাদেশ। ৫ উইকেটে ম্যাচ হেরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল স্বাগতিকরা। 

আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ ইমার্জিং নারী দল। এরপর ওপেনার ইসমা তানজিমের ২৯ ও অধিনায়ক শারমিন সুলতানার ৩৪ রানের সুবাদে নব্বইয়ের ঘরে পৌঁছে যায় বাংলাদেশ। দলীয় ৯৪ রানের মধ্যে বিদায় নেন ইসমা ও শারমিন।  

চার নম্বরে নেমে রানের চাকা ঘুড়িয়েছেন সুমাইয়া আকতার। হাফ-সেঞ্চুরি তুলে দলীয় ১৪৮ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন তিনি। সুমাইয়া ফেরার পর বেশি দূর যেতে পারেনি বাংলাদেশ। ৩১ রানে শেষ ৫ উইকেট পতন হয় তাদের। ফলে ৪৭.৫ ওভারে ১৭৯ রানে অলআউট হয় বাংলাদেশ। 

৬টি চারে ৭৩ বলে ৫২ রান করেন সুমাইয়া। লোয়ার-অর্ডারে দিশা বিশ্বাসের ব্যাট থেকে আসে ১৩ রান। ডেলমারি টাকার ৩ উইকেট নেন। 

জবাবে বাংলাদেশের তিন বোলারদের তোপে পড়ে ২৬ ওভারে ৮৪ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এ অবস্থায় ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। 

কিন্তু ষষ্ঠ উইকেটে ৯৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৫ বল বাকী থাকতে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন টুনিক্লিফ ও মার্কস। ৮টি চারে ১১৮ বলে টুনিক্লিফ অপরাজিত ৮৯ এবং ৪টি বাউন্ডারিতে ৭১ বলে ৫০ রানের ইনিংস খেলেন মার্কস। 

ফারিহা তৃষ্ণা ও স্বর্ণা আকতার ২টি করে উইকেট নেন। ১ উইকেট শিকার করেছেন সানজিদা আকতার মাঘলা। 
একই ভেন্যুতে আগামী ৮ মে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু 
পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজশাহীতে অনুমোদনহীন বেকারিকে জরিমানা
ইরানে হত্যার দায়ে ১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা উচিত নয় : জার্মান চ্যান্সেলর
চাঁদপুর আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন
চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা আব্বাস
পাবনার প্রত্যন্ত চতরা বিলাঞ্চলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, দুই জন আটক
‘নগরীর ফুসফুস’ খ্যাত ধর্মসাগর দিঘির সৌন্দর্য বৃদ্ধিতে ৪৮ কোটি টাকার প্রকল্প গ্রহণ
১০