সিলেটে ডিএসএ কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৮:৪৬


সিলেট, ৬ মে, ২০২৫ (বাসস) : সিলেট জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ)’র ব্যবস্থাপনায় ‘সিলেট ডিএসএ কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্ট’ আজ থেকে শুরু হয়েছে। সিলেট জেলা স্টেডিয়ামে সকালে টুর্নামেন্ট উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ।

জাতীয় দলে খেলা সিলেটের ক্রিকেটার, বিভাগীয় ও জেলা দল এবং প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ক্রিকেটারদের অংশগ্রহণে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করেছে। প্রতিদিন দুটি ম্যাচের অনুষ্ঠিত হবে। রাউন্ড রবিন লিগের সর্বোচ্চ পয়েন্টধারী শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

তাছাড়া বৃষ্টির কারণে কোনো ম্যাচের আয়োজন করা সম্ভব না হলে প্রতিযোগী দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। বৃষ্টির মৌসুম বিবেচনায় ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকছে।

জেলা ক্রিড়া সংস্থার এডহক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী বলেন, নদীর নামে ছয়টি দলের নামকরণ করা হয়েছে। দলগুলো হলো- পদ্মা প্লাটুন, মেঘনা সুপার জায়েন্ট, যমুনা ওয়ারিয়র্স, কুশিয়ারা সুপার কিংস, সুরমা গ্ল্যাডিয়েটর ও বাসিয়া টাইটানস। প্রতিটি দলের জন্য একটি করে পৃষ্ঠপোষক রয়েছে।

গতকাল বিকেলে জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ট্রফি, জার্সি উন্মোচন করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু 
পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজশাহীতে অনুমোদনহীন বেকারিকে জরিমানা
ইরানে হত্যার দায়ে ১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা উচিত নয় : জার্মান চ্যান্সেলর
চাঁদপুর আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন
চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা আব্বাস
পাবনার প্রত্যন্ত চতরা বিলাঞ্চলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, দুই জন আটক
‘নগরীর ফুসফুস’ খ্যাত ধর্মসাগর দিঘির সৌন্দর্য বৃদ্ধিতে ৪৮ কোটি টাকার প্রকল্প গ্রহণ
১০