সিলেটে ডিএসএ কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১৮:৪৬


সিলেট, ৬ মে, ২০২৫ (বাসস) : সিলেট জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ)’র ব্যবস্থাপনায় ‘সিলেট ডিএসএ কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্ট’ আজ থেকে শুরু হয়েছে। সিলেট জেলা স্টেডিয়ামে সকালে টুর্নামেন্ট উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ।

জাতীয় দলে খেলা সিলেটের ক্রিকেটার, বিভাগীয় ও জেলা দল এবং প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ক্রিকেটারদের অংশগ্রহণে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করেছে। প্রতিদিন দুটি ম্যাচের অনুষ্ঠিত হবে। রাউন্ড রবিন লিগের সর্বোচ্চ পয়েন্টধারী শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

তাছাড়া বৃষ্টির কারণে কোনো ম্যাচের আয়োজন করা সম্ভব না হলে প্রতিযোগী দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। বৃষ্টির মৌসুম বিবেচনায় ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকছে।

জেলা ক্রিড়া সংস্থার এডহক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী বলেন, নদীর নামে ছয়টি দলের নামকরণ করা হয়েছে। দলগুলো হলো- পদ্মা প্লাটুন, মেঘনা সুপার জায়েন্ট, যমুনা ওয়ারিয়র্স, কুশিয়ারা সুপার কিংস, সুরমা গ্ল্যাডিয়েটর ও বাসিয়া টাইটানস। প্রতিটি দলের জন্য একটি করে পৃষ্ঠপোষক রয়েছে।

গতকাল বিকেলে জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ট্রফি, জার্সি উন্মোচন করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০