ইনজুরিতে খেলতে না পারার শঙ্কায় দুইদিন কেঁদেছেন মার্টিনেজ

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৭:৪৯
লটারো মার্টিনেজ -ছবি : সংগৃহীত

ঢাকা,৭ মে ২০২৫ (বাসস) : বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে হ্যামস্ট্রিং ইনজুরির কারনে খেলতে না পারার শঙ্কায় দুইদিন যাবত কেঁদেছেন বলে জানিয়েছেন ইন্টার মিলানের তারকা ফরোয়ার্ড লটারো মার্টিনেজ। 

গত সপ্তাহে প্রথম লেগে ৩-৩ গোলের ড্রয়ের ম্যাচটিতে ইনজুরিতে পড়ার পর ইন্টার অধিনায়ক মার্টিনেজের সান সিরোতে ফিরতি লেগের খেলা নিয়ে শঙ্কা ছিল। কিন্তু দ্বিতীয় লেগের ম্যাচটিতে শেষ পর্যন্ত খেলার জন্য নিজেকে ফিট করে তুলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। রোমাঞ্চকর ম্যাচটি ৪-৩ গোলে জয়ী হয়ে দুই লেগ মিলিয়ে ইন্টার ৭-৬ ব্যবধানে এগিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। 

২৭ বছর বয়সী মার্টিনেজের গোলে ইন্টার ২১ মিনিটে এগিয়ে গিয়েছিল। এরপর তার আদায় করা পেনাল্টি থেকে প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে হাকান কালহানগ্লু ব্যবধান দ্বিগুন করেন। এরপরের কাজটুকু করেছেন ফ্রান্সেসকো আকারবি ও ডেভিড ফ্রাত্তেসি। 

ম্যাচ শেষে মার্টিনেজ স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘প্রথম দুইদিন আমি বাসায় শুধু কেঁদেছি। কিন্তু মেডিকেল স্টাফরা আমাকে সুস্থ হবার পথে দারুন সহযোগিতা করেছেন।

তাদের কাছে আমি কৃতজ্ঞ। এই ম্যাচে সবাইকে সেরাটা দিয়ে খেলতে হয়েছে। এই ম্যাচে খেলতে নামার প্রতিজ্ঞা আমি আমার পরিবারের কাছে করেছিলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০