ম্যানচেস্টার ইউনাইটেডে আনন্দেই আছেন গারাঞ্চো

বাসস
প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৯:৫৮
আলেহান্দ্রো গারাঞ্চো -ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ মে ২০২৫ (বাসস) : ভবিষ্যত নিয়ে গুঞ্জন অব্যাহত থাকলেও ম্যানচেস্টার ইউনাইটেডে আনন্দেই আছেন বলে জানিয়েছেন আলেহান্দ্রো গারাঞ্চো।

জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডের নাপোলির সাথে যোগাযোগের গুঞ্জন উঠেছিল। এমনকি চেলসির পক্ষ থেকে তার ব্যপারে আগ্রহ দেখানো হয়েছিল। কিন্তু ইউনাইটেডের একাডেমি থেকে উঠে আসা গারাঞ্চো সবকিছুকে পিছনে ফেলে ওল্ড ট্র্যাফোর্ড নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। 

আগামীকাল এ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ইউরোপা লিগের দ্বিতীয় লেগের ম্যাচে খেলতে নামবে ইউনাইটেড। এই ম্যাচকে সামনে রেখে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড সব জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে নিজের পারফরমেন্সের প্রতি মনোযোগ দিতে চান। 

এ সম্পর্কে গারাঞ্চো বলেছেন, ‘অবশ্যই একজন ফুটবলারের ভবিষ্যত নিয়ে গুজব ওঠাই স্বাভাবিক। কিন্তু এখনো ২০২৮ সাল পর্যন্ত ইউনাইটেডের সাথে আমার চুক্তি রয়েছে। আমি এখানে বেশ খুশীতেই আছি।’

নভেম্বরে রুবেন আমোরিমের নিয়োগের পর গারাঞ্চো দলে অনিয়মিত হয়ে পড়েছেন। কিন্তু পর্তুগীজ কোচের নজড়ে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ অবদানই রেখে চলেছেন।

ডিসেম্বরে ম্যানচেস্টার ডার্বিতে তিনি দল থেকে বাদ পড়েছিলেন। কারন ঐ সময় আমোরিম মনে করেছিলেন গারাঞ্চো তার নির্দেশনা মানেনি। তিনদিন পর এফসি ভিক্টোরিয়ার প্লাজেনের বিপক্ষে ইউরোপা লিগে তিনি বদলী বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন। শেষ পর্যন্ত ইস্যুটি ভুল বোঝাবুঝির কারন হয়ে দাঁড়ায়। 

গারাঞ্চো বলেন, ‘মাঠে থাকি বা না থাকি, দলের একজন সদস্য হিসেবে আমাদের প্রত্যেকের প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হয়। আমি শুধুমাত্র প্রতিদিন ভালভাবে অনুশীলন করতে চাই এবং এর দ্বারা প্রতিটি ম্যাচে খেলতে চাই। মৌসুমের মাঝামাঝিতে এসে বিষয়টা এতটা সহজ থাকেনা। কোন কোন দলের কোচ ও সব স্টাফ পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমার মাথায় থাকে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হবে এবং কোচের কাছে দলে আমার প্রয়োজনীয়তা প্রমান করতে হবে। এই একটি বিষয় আমি সবসময়ই গুরুত্ব দেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০