চেন্নাইয়ের কাছে হেরে প্লে-অফের দৌড়ে বড় ধাক্কা কলকাতার

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৭:৩৬

ঢাকা, ৮ মে ২০২৫ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফে দৌড়ে টিকে থাকার লড়াইয়ে ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। গতরাতে নিজেদের ১২তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ২ উইকেটে হেরেছে কলকাতা নাইট রাইডার্স।

এই হারে ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে কলকাতা। নিজেদের শেষ দুই ম্যাচের ১টিতে হারলেই এবার লিগ পর্ব থেকে আসর শেষ করবে কলকাতা। বাকী দুই ম্যাচ জিতলেও অন্য দলের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে কলকাতাকে। সমান ১২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া চেন্নাই।    

ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে কলকাতা। ব্যাটারদের হাফ-সেঞ্চুরি ও সেঞ্চুরি ছাড়াই ২০ ওভারে ৬ উইকেটে ১৭৯ রানের পুঁজি পায় কলকাতা। 

দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ১১ ও সুনীল নারাইন ২৬ রানে আউট হবার পর কলকাতার রানের চাকা সচল রাখেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। ৩৩ বল খেলে ৪টি চার ও ২টি ছক্কায় দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন রাহানে। 

মিডল অর্ডারে মনিষ পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের ঝড়ো ইনিংসের সুবাদে লড়াকু সংগ্রহ পায় কলকাতা। ১টি করে চার-ছক্কায় ২৮ বলে ৩৬ রান করেন এবারের আসরে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা মনিশ পান্ডিয়া। ৪টি চার ও ৩টি ছক্কায় ২১ বলে ৩৮ রান করেন রাসেল। চেন্নাইয়ের স্পিনার আফগানিস্তানের নূর আহমেদ ৩১ রানে ৪ উইকেট নেন। 

জবাবে ৬০ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে চেন্নাই। ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৬৭ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরান ডেওয়াল্ড ব্রেভিস ও শিবম দুবে। ৪টি করে চার-ছক্কায় ২৫ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন দক্ষিণ আফ্রিকান ব্রেভিস। 

এরপর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে চেন্নাইয়ের জয়ের আশা ধরে রাখেন দুবে। সপ্তম উইকেটে ৩৯ বলে ৪৩ রানের জুটি গড়েন দুবে-ধোনি। ১৯তম ওভারে দুবে আউট হলে শেষ ৬ বলে ৮ রান দরকার পড়ে চেন্নাইয়ের।

রাসেলের করা শেষ ওভারের প্রথম বলে ছক্কা মারেন ধোনি। চতুর্থ বলে চার মেরে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন আনশুল কামবোজ। ২টি চার ও ৩টি ছক্কায় ৪০ বলে ৪৫ রান করেন দুবে। ১টি ছক্কায় ১৮ বলে ১৭ রানে অপরাজিত থাকেন ধোনি। এ ম্যাচে আইপিএলে প্রথম উইকেটরক্ষক হিসেবে ২শ ডিসমিসালের রেকর্ড গড়েন ধোনি।

কলকাতার বৈভব আরোরা ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন চেন্নাইয়ের নূর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০