কক্সের বদলি ইংল্যান্ড টেস্ট দলে রিউ

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৭:৫৩

ঢাকা, ৮ মে ২০২৫ (বাসস) : ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দল থেকে ছিটকে গেছেন জর্ডান কক্স। তার বদলি হিসেবে ইংল্যান্ড দলে প্রথমবারের মত সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার জেমস রিউ। 

অধিনায়ক বেন স্টোকসকে অধিনায়ক করে এ মাসের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কক্সের ইনজুরিতে বাধ্য হয়ে দলে পরিবর্তন আনতে হয়েছে ইসিবিকে।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের সর্বশেষ রাউন্ডে সমারসেটের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় পেটের পেশীর ইনজুরিতে পড়েন এসেক্সের হয়ে খেলতে নামা কক্স। ঐ ম্যাচের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০৩ রান করেন কক্স।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমে সমারসেটের হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন রিউ। ব্যাট হাতে ৫ ম্যাচে ৫৪.৭১ গড়ে ৩৮৩ রান করেছেন তিনি। এরমধ্যে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি ছিল রিউর। 

প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৫ ম্যাচে ১০ শতক ও ৮ অর্ধশতকে ২৬৮৮ রান করেছেন রিউ। 

রিউ ছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য ইংল্যান্ড দলে প্রথমবারের মত সুযোগ পেয়েছেন এসেক্সের ২৭ বছর বয়সী পেসার স্যাম কুক। ৮৮ টি প্রথম-শ্রেণীর ক্রিকেটে ২০-এর কম গড়ে ৩১৮ উইকেট নিয়েছেন তিনি।

২০০৩ সালের পর ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট খেলতে নামবে জিম্বাবুয়ে। এই ম্যাচ দিয়ে ঘরের মাঠে এই মৌসুমের ব্যস্ততা শুরু হবে ইংলিশদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৫-২৬ সালের অ্যাশেজের আগে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। 

ইংল্যান্ড দল : বেন স্টোকস (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, স্যাম কুক, জেমস রিউ, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জশ টং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু 
পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজশাহীতে অনুমোদনহীন বেকারিকে জরিমানা
ইরানে হত্যার দায়ে ১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা উচিত নয় : জার্মান চ্যান্সেলর
চাঁদপুর আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন
চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা আব্বাস
পাবনার প্রত্যন্ত চতরা বিলাঞ্চলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, দুই জন আটক
‘নগরীর ফুসফুস’ খ্যাত ধর্মসাগর দিঘির সৌন্দর্য বৃদ্ধিতে ৪৮ কোটি টাকার প্রকল্প গ্রহণ
১০