এখনও অবসরের সিদ্ধান্ত নেননি ধোনি

বাসস
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৮:০৩

ঢাকা, ৮ মে ২০২৫ (বাসস) : ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। 

আগামী জুলাইয়ে ৪৪ বছর বয়সে পা দিতে যাওয়া ধোনি জানান, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ মাসে শেষ হবার পর অবসরের সিদ্ধান্ত নিতে তাড়াাহুড়া করবেন না। ৪৪ বছর বয়সে শরীর ক্রিকেটের চাপ নিতে পারবে কিনা সেটি দেখবেন তিনি। 

গতরাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২ উইকেটে জয় পায় ধোনির চেন্নাই সুপার কিংস। ম্যাচের শেষ দিকে ১টি ছক্কায় ১৮ বলে অপরাজিত ১৭ রান করে চেন্নাইয়ের জয়ে অবদান রাখেন ধোনি। 

এবারের আইপিএলের প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে পড়েছে চেন্নাই। আর মাত্র ২টি ম্যাচ আছে চেন্নাইয়ের। ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা এই দুই ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে ধোনির ক্যারিয়ার। 

কিন্তু ধোনি বলেন, ‘এই আইপিএল শেষ হবার পর আমাকে আরও ছয় থেকে আট মাস কঠোর পরিশ্রম করতে হবে। আমার শরীর ক্রিকেটের চাপ নিতে পারে কিনা তা দেখার জন্য। তাই এখনই সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই।’

কলকাতা-চেন্নাই ম্যাচে দর্শকদের কেন্দ্রবিন্দুতে ছিলেন ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক ধোনি। স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি মন ছুঁয়েছে ধোনির। তিনি বলেন, ‘আমি যে ভালোবাসা এবং আবেগ দেখেছি তা অসাধারণ। তাদের অনেকেই জানে না কখন আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ হবে। তাই আমার খেলা দেখতে আসতে চায় তারা।’

ভারতের হয়ে ২০১৯ সালে সর্বশেষ খেলেছেন ধোনি। ২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০