ইউরোপার ফাইনালে ম্যান ইউ ও টটেনহাম

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ১৬:৪৬


ঢাকা, ৯ মে, ২০২৫ (বাসস) : ইউরোপা ফুটবল লিগের ফাইনালে উঠেছে দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার।

গতরাতে টুর্নামেন্টে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার ইউনাইটেড ৪-১ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওকে। প্রথম লেগ ৩-০ গোলে জিতেছিল ম্যান ইউ। ফলে দুই লেগ মিলিয়ে ৭-১ গোলে জয়ের ব্যবধানে  ফাইনাল নিশ্চিত করে  ম্যান ইউ।

আরেক সেমিফাইনালের দ্বিতীয় লেগে টটেনহাম ২-০ গোলে হারিয়েছে বোডো/গ্লিমটকে। প্রথম লেগে ৩-১ গোলে জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের  জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে টটেনহাম।

ঘরের মাঠে ওল্ড ট্রাফোর্ডে ৩১ মিনিটেই গোল হজম করে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাথলেটিক বিলবাওকে এগিয়ে দেন মিকেল জাউরেগিজার। প্রথমার্ধে গোল পরিশোধ করতে পারেনি ম্যান ইউ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ম্যাচে প্রথম গোলের জন্য ৭২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। ৭২ থেকে ৯১ মিনিটের মধ্যে চার গোল আদায় করে ম্যান ইউ।

ম্যাসন মাউন্ট ৭২ ও ৯১ মিনিটে, কাসেমিরো ৭৯ মিনিটে এবং রাসমাস হোলান্ড ৮৫ মিনিটে গোলগুলো করেন। এতে ৪-১ গোলের জয়ে ২০২১ সালের পর আবারও টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হয় ম্যান ইউর।

ম্যাচ শেষে ম্যান ইউ কোচ রুবেন আমোরিম বলেন, ‘ ম্যাচটি বেশ কঠিন ছিল। কারণ আমরা শুরুতে গোল হজম করেছি।  তারপরও আমরা হাল ছাড়িনি। লড়াই করেছি এবং শেষ পর্যন্ত জয় পেয়েছি। আমার মনে হয় ফাইনালে যাওয়া আমাদের প্রাপ্যই ছিল।’

এদিকে, প্রথম লেগের জয় নিয়ে বোডো/গ্লিমটকের মাঠে দ্বিতীয় লেগে খেলতে নামে টটেনহাম। প্রথমার্ধে কোন গোল করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধে ৬ মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে নেয় টটেনহাম। দলের হয়ে গোল দু’টি করেন ডোমিনিক সোলাঙ্কে (৬৩ মিনিট) ও পেদ্রো পোরো (৬৯ মিনিট)।

২-০ গোলের জয়ে ৪১ বছর পর ফাইনাল নিশ্চিত করে টটেনহাম। ১৯৮৩-৮৪ মৌসুমে সর্বশেষ ইউরোপা লিগ জিতেছিল টটেনহাম।

আগামী ২১ মে  ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হবে ম্যান ইউ ও টটেনহাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০