আরব আমিরাতে সরিয়ে নেওয়া হল পিএসএল

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ২০:০৫
ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের কারণে আরব আমিরাতে সরিয়ে নেওয়া হল পিএসএল -ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ মে ২০২৫ (বাসস) : ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের কারণে খেলোয়াড়দের নিরাপত্তার বিবেচনায় নিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান আসরের বাকী অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। 

এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ‘পিএসএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। যথাসময়ে বাকী ম্যাচগুলোর সূচি জানানো হবে।’

পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির সাথে পিএসএল ফ্র্যাঞ্চাইজির বেশ কয়েকবার বৈঠক হয়। নাকভি জানান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাকভি বলেন, ‘পিসিবি সব সময়ই খেলাধুলা ও রাজনীতিকে পৃথক রাখার পক্ষে। তবে স্টেডিয়াম লক্ষ্য করে ভারতের দায়িত্বহীন কর্মকাণ্ডে পিএসএলের বাকি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। যাতে আমাদের দেশি ও বিদেশি খেলোয়াড়রা পুরো নিরাপদে থাকতে পারে।’

গতকাল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে  করাচি কিংস এবং পেশোয়ার জালমির ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু স্টেডিয়ামের কাছে ড্রোন হামলার কারণে ম্যাচটি স্থগিত করা হয়।

বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা এবং আফগানিস্তানের ৩৭ জন বিদেশি খেলোয়াড় পিএসএলে অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে পিএসএলে খেলছেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ এবং নাহিদ পেশোয়ার জালমির হয়ে খেলছেন। এখনও খেলার সুযোগ পাননি নাহিদ। 

সম্প্রতি ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরপর গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে ৯টি স্থানে হামলা চালায় ভারত। জবাবে সীমান্তের নিয়ন্ত্রণরেখায় পালটা হামলা চালায় পাকিস্তান। এরপর থেকে দু’দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০